প্রেমিক সহ অভিযান চালিয়ে প্রেমিকার খন্ডিত মাথা উদ্ধার করেছে র্যাব।
Автор: JP Rushow's Vlog
Загружено: 2022-01-06
Просмотров: 10671
Описание:
প্রেমিক সহ অভিযান চালিয়ে প্রেমিকার খন্ডিত মাথা উদ্ধার করেছে র্যাব...
ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মস্তক বিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত এক আসামীকে আটক করেছে র্যাব-১৪। আটককৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী আজ নিহত নারীর খন্ডিত মস্তক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৪ এর সিও উইং কমান্ডার রুকুনুজ্জামান আজ দুপুরে জানায়, গত ২ জানুয়াারি ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাঁটাখালি গ্রামে থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব-১৪ এ মামলার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত সেলিম নামে একজনের সম্পৃক্ততা নিশ্চিত করে। পরে র্যাব অভিযান চালিয়ে গত ০৫ জানুয়ারি রাতে ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে সেলিম মলিক (৩০) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সেলিম এই নির্মম হত্যাকান্ডটি কিভাবে ঘটিয়েছে তা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ ০৬ জানুয়ারি সকালে র্যাব সদস্যরা ত্রিশালের কাটাখালী গ্রামের এক ডোবা থেকে খন্ডিত মস্তকটিও উদ্ধার করে। আসামী সেলিম জানায়, নিহত নারী সুলতানা বেগমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামে। সুলতানা চাকুরী সূত্রে গাজীপুরে বাস করত। তার সংগে সেলিমের সাথে প্রথমে মোবাইল ফোনে কথা হয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক হয়। প্রায়ই তারা একে অপরের সাথে দেখা করত। একপর্যায়ে সুলতানা তাকে বিয়ের জন্যে চাপ দিলে সেলিম তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। আটককৃত সেলিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
ট্যাগ-
র্যাব,র্যাব প্রধান,র্যাব অভিযান,র্যাব ট্রেনিং,হোটেলে হামলা হলে কি করবে র্যাব?,চোরাই কাঠ উদ্ধার অভিযানে গিয়ে চার র্যাব সদস্য আহত,র্যাব-পুলিশের,মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেনা র্যাব,র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা,মাইকে ঘোষণা দিয়ে র্যাব কর্মকর্তাদের ওপর হামলা করেছে চোরাকারবারিরা,প্রেমিক সহ অভিযান চালিয়ে প্রেমিকার খন্ডিত মাথা উদ্ধার করেছে র্যাব,Jp Rushow's Vlog,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: