গরু যদি মা হয়, তাহলে ষাঁড় হচ্ছে বাবা, গরুর বাচ্চারা আমার ভাই-বোন | Cow is mother in Hindu religion
Автор: Street Tube
Загружено: 2025-11-28
Просмотров: 936
Описание:
গরু আমার মাতা, গরুর বাচ্চারা আমার ভাই-বোন, ষাঁড় হচ্ছে আমার পিতা | why call cow is mother in Hindu religion.
🤓গরু মা, ষাঁড় বাবা—তাহলে আমরা সবাই গরু-পরিবারের সদস্য!
হিন্দু শাস্ত্রে গরুকে বলা হয় মা—কারণ সে দুধ দেয়, আমাদের পুষ্টি দেয়, আর মানুষের জীবনে নানাভাবে উপকার করে। এখন যদি হিসাব কষি, মা মানে তো পরিবারের প্রধান সদস্য! সুতরাং গরু যখন মা, তখন স্বাভাবিকভাবেই ষাঁড় হয়ে গেল বাবা!
এখন আসে সবচেয়ে মজার অংশ—
মা-বাবা হয়ে গেলে তো তাদের বাচ্চারাও পরিবারের সদস্য! গরুর বাচ্চারা (বাছুর) হয়ে গেল আমাদের সহোদর ভাই-বোন!
ভাবুন তো, সকালে বাজারে গেলেন—
আপনার সামনে হাঁটছে দুইটা বাছুর। আপনি হালকা গলা নামিয়ে বললেন:
— “আহা, আমার ভাই-বোনেরা এত সকালে কোথায় যাচ্ছো?”
মানুষ পাশে দাঁড়িয়ে ভাবছে—আপনি হয়তো রোদে বেশি দাঁড়িয়ে ছিলেন!
আর গ্রামের খোলা মাঠে যখন ষাঁড় দৌড়ে এসে আপনাকে ধাওয়া করে, তখন মনে রাখতে হবে,
— “এই তো বাবা, একটু রাগী প্রকৃতির, কিন্তু অন্তরে দয়ালু!”
(যদিও সেই মুহূর্তে সেটা মনে রাখা বেশ কঠিন!)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: