বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার অংশবিশেষ | ২মন ওজনের বাগার মাছ 2019
Автор: Minhazul Tube
Загружено: 2019-02-13
Просмотров: 278
Описание:
বড় মাছের জন্য বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আর এই আয়োজন ঘিরে বসে গ্রামীন মেলা, শুধু বগুড়া নয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন দোকানী ও দর্শনার্থিরা।
রিপোর্টঃ
মিনহাজুল বারী, বগুড়া
বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে পোড়াদহ এলাকায় প্রতি বছরই বসে ঐতিহ্যবাহী এই মেলা। ৪ শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। যা অনেকেই সন্নাসি মেলা নামেও চেনেন। এ মেলা মুল আর্কশন মাছ। আর এবারের আর্কশন ৮৫ কেজি ওজনের বাগার মাছ। যার দাম হাকানো হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রতি কেজি ১২শত টাকা। বাগার মাছের পাশাপাশি মেলায় বিভিন্ন সাইজের অন্যন্য মাছ ও পাওয়া যাচ্ছে। রুই মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, চিতল মাছ সহ নদীর বিভিন্ন ধরনের বড় বড় মাছ। দর্শনার্থীরা ঘুরে ঘুরে মেলা দেখছেন পচ্ছন্দের প্রিয় মাছ ----------------------
সমস্ত মেলা জুরে হরেক রকম মিষ্টির পরসা নিয়ে বসেছেন মিষ্টির দোকানিরা। এগুলোতে পাওয়া যাচ্ছে মুখরোচন নানা ধরনের মিষ্টি। পোটল মিষ্টি,মাছ মিষ্টি সহ বাহারী বাহারী নামের মিষ্টি। যা দিয়ে জামাইকে আপ্যায়ন করা হবে এবারের আমান্ত্রন করা মেলা। ------------------- । ঘর সাজানোর জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আসবাব পত্র। দেশী থাই সহ বিভিন্ন ধরনের বরই পাওয়া যাচ্ছে সাথে চটপটি ঝালমুড়ি তো থাকছেই , ছোট বাচ্চা দের জন্য রয়েছে হরেক করমের খেলনা।
শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এমেলার হারিয়ে গেছে অনেক ঐতিহ্য। স্থানীয়দের প্রচেষ্টায় সর্বাত্তক চেষ্টা করা হচ্ছে এ ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। যদি এ ঐতিহ্যবাহী মেলাটির ভালো ভাবে রক্ষনাবেক্ষন না করা হয় তাহলে কালের বিবর্তনে হারিয়ে যাবে এ ঐতিহ্যবাহি মেলাটিও।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: