ফজর আর এশার নামাজ পড়ার ফজিলত ❤️❤️
Автор: Rifa AI Shorts
Загружено: 2025-11-05
Просмотров: 4
Описание:
ফজর ও এশার নামাজের ফজিলত (ইসলামিক ডিসক্রিপশন):
ফজর ও এশার নামাজ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ দুটি নামাজ। এই দুই নামাজ এমন সময়ে আদায় করতে হয় যখন মানুষ সাধারণত ঘুম বা বিশ্রামে থাকে। তাই যে ব্যক্তি নিয়মিত ফজর ও এশার নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তায়ালা তার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে, সে অর্ধেক রাত নামাজ পড়ার সমান সওয়াব পায়; আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, সে পুরো রাত নামাজ পড়ার সমান সওয়াব পায়।”
(সহিহ মুসলিম)
আরেক হাদীসে এসেছে —
“ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ। অথচ তারা জানলে, এই দুই নামাজে কী ফজিলত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়েও তারা এসে নামাজ আদায় করত।”
(বুখারী ও মুসলিম)
👉 তাই আমাদের উচিত প্রতিদিন সময়মতো ফজর ও এশার নামাজ পড়া, বিশেষ করে জামাতে।
কারণ এই দুই নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও জান্নাতের নিশ্চয়তা লাভ করা যায়।
সংক্ষিপ্ত ইউটিউব ডিসক্রিপশন হিসেবে লিখলে এমন হবে:
ফজর ও এশার নামাজের ফজিলত শুনে রাখুন— যে ব্যক্তি এই দুই নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূল ﷺ বলেছেন, “ফজর ও এশা জামাতে পড়লে সারারাত ইবাদতের সওয়াব পাওয়া যায়।” তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ফজর ও এশার নামাজ কখনও বাদ দেবেন না। 🌙🕌
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: