সূরাহ্ আত তালাক এর তাফসীর | আয়াত নং ১-১২ | সূরাহ্ নং ৬৫ | শায়খ মতিউর রহমান মাদানী
Автор: khairul mithu
Загружено: 2021-01-02
Просмотров: 21
Описание:
উস্তাদ মতিউর রাহমান আল মাদানী হাফিয্বাহুল্লাহ : এক নির্ভীক মুজাহিদের নাম!
শাইখ মতিউর রহমান মাদানী (হাফিযাহুমুল্লাহ)
নাম ও জন্মঃ
তিনি হলেন শাইখ মতিউর রহমান মাদানী( হাফিযাহুমুল্লাহু-তায়ালা)। বর্তমান যুগের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন এবং নির্ভীক বক্তা। তিনি কুরআন সুন্নাহের আলোকে সমাজে ইসলামের নামে প্রচলিত শিরক বিদআত, কুসংস্কারের বিরুদ্ধে দলিল ভিত্তিক জোরালো বক্তব্যের জন্য প্রসিদ্ধ। ইসলামের প্রায় সকল গুরুত্বপুর্ন শাখায় তার বাংলা বক্তব্য পাওয়া যায়।
তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ১০ ই জানুয়ারী ১৯৬৭ খৃষ্টাব্দে জন্মগ্রহন করেন। তার পিতার নাম "আব্দুল হাকিম"। তিনি একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ।
শিক্ষাজীবনঃ
০১-তিনি তার মাধ্যমিক স্তর “ইসলাহুল মুসলিমীন” মাদ্রাসায় (ভাদু, মালদহ) সম্পন্ন করেন।
০২-অত:পর “জামিয়া সালাফিয়া” (বেনারস, উত্তর প্রদেশ) হতে উচ্চতর শিক্ষা অর্জন করেন।
০৪-তিনি তার সন্মান পর্ব হাদিসের উপর করেন ইসলামিক ইউনিভার্সিটি (Islamic University), মদিনা হতে।
দাওয়াতি কার্যক্রমঃ
তিনি শিক্ষক হিসেবে সাত বছর জামিয়াতুল ইমাম আল-বুখারী, কিষাণগঞ্জ, বিহারে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ১৯৯৯ সালে সৌদিতে দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারে বাংলা ভাষার প্রধান ইসলামি দ্বাই হিসেবে যোগদান করেন। প্রায় ২০ বছরের বেশি সময় দাওয়াতী ক্ষেত্রে কর্মরত। অনুবাদ করেছেন ২০টি বই ।তারমধ্যে উল্লেখযোগ্যঃ
০১-ইসলামী জীবন পদ্ধতি
০২-হাজ্জ, উমরাহ, মদিনা জিয়ারত
০৩-নবী(সাঃ) এর চরিত
০৪-ইসলাম মধ্যপন্থা
০৫-সংক্ষিপ্ত সহিহ আল বুখারী
০৬-ঝারফুক ও জাদুর চিকিৎসা
০৭-সুরক্ষিত দূর্গ
০৮-কোরআনের আলোকে জাদুর চিকিৎসা
০৯-আক্বিদাহ আল ওয়াস্বেতীয়া
১০-সালাত পরিত্যাগ কারীর বিধান।
১১-ঈদের সংক্ষিপ্ত মাসাইল
প্রমুখ!
বক্তা হিসেবে অবদানঃ
বর্তমান সময়ে বাংলা ভাষায় শিরক-বিদাতের বিরুদ্ধে সব থেকে জোরালো কন্ঠ। তিনি বর্তমান যুগের বাংলা ভাষাভাষী আলেমদের মধ্যে অন্যতম। তিনি কোরআন ও সুন্নাহর আলোকে সমাজে ইসলামের নামে প্রচলিত শিরক বিদয়াত, কুসংস্কারের বিরুদ্ধে দলিল ভিত্তিক জোরালো বক্তব্যের জন্য প্রসিদ্ধ। ইসলামের প্রায় সকল গুরুত্বপূর্ণ শাখায় তার বাংলা বক্তব্য পাওয়া যায়।
যে অল্পসংখ্যক বাংলাভাষী সাহসী আলেম এসব শিরক/বিদাতের বিরুদ্ধে দাড়িয়ে কুরআন সুন্নাহর অমীয়বানী প্রচার করেছেন বা করছেন, শায়খ মতিউর রহমান মাদানী তাদের মধ্যে অন্যতম।
তার বক্তব্যের ৬০০ এরও অধিক সিডি/ভিসিডি প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি দাম্মাম ইসলামিক সেন্টার সৌদি আরবের বাংলা বিভাগে কর্মরত আছেন। তার দারছে প্রায় তিনছ থেকে সাড়ে তিনশ ছাত্র উপস্থিত হোন। তার এসব ছাত্ররা দেশে-বিদেশে অনলাইনে অফলাইনে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যার মাধ্যমে অসংখ্য মানুষ কোরআন সুন্নাহই ফিরে আসছে। আলহামদুলিল্লাহ।
তিনি নিম্নের বিষয়ে লেকচার প্রদান করে বর্তমান সময়ের শ্রেষ্ট সমাজ সংস্কারক রুপে পরিচিত হয়েছেন!
এছাড়াও
প্রতি বৃহস্পতিবার উস্তাদজী প্রশ্ন-উত্তর-পর্ব করে থাকেন তাই আপনাদের যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখিত আকারে পাঠাতে পারেন। Whatsapp 00966570890041
বিঃদ্রঃ সপ্তাহের নির্দিষ্ট পরিমাণে প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাই আপনাদেরকে প্রশ্ন করার পরে অবশ্যই ধৈর্য ধরতে হবে উত্তর পাওয়ার জন্য।
আপনাদের প্রশ্নের উত্তর পাবেন লিংকের এই পেইজে।
/ shaikh.moti1
এবং
প্রতি রবিবার নিম্নোক্ত সময়ে ধারাবাহিক সাপ্তাহিক দারস অনুষ্ঠিত হয় ।
❐ আলোচকঃ শাইখ মতিউর রহমান মাদানী
❐ বিষয়ঃ নাজাত প্রাপ্ত দলের আক্বীদাহ্।।পর্বঃ সমূহ প্রশ্নোত্তর পর্ব
⏰ Time Zones:
IST (Kolkata Time): 11:30 PM Sunday
Bangladesh Time: 12:00 AM Monday
সম্মানিত শাইখ মতিউর রহমান মাদানী (দাঈ, দাম্মাম ইসলামী দাওয়া সেন্টার, সৌদি আরব) Zoom এর মাধ্যেমে সরাসরি গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সরাসরি প্রশ্ন করতে অবশ্যই Zoom Cloud Meeting - এ অংশগ্রহণ করতে হবে।
উপস্থাপকঃ মোহাম্মদ ইকরামুল হক
📹 Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/7992633890
🔑 Passcode: 123456
☎️ মোবাইল অথবা ল্যান্ড ফোন থেকে অংশগ্রহণ করতে কল করুনঃ
(646) 558-8656
Meeting ID: 7992633890
For participant: press #
🔴 বিঃদ্রঃ প্রোগ্রামটি এই পেইজ 👇
/ tawhiderdakny
থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রতি রবিবার ইনশাআল্লাহ।তাই এই পেজ ফলো করে রাখতে পারেন নিউ আপডেট পাওয়ার জন্য ।
ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন,
কেননা রাসূল (সাঃ) বলেছেন,“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।”
[সহীহ মুসলিম, হা/২৬৭৪,৬৮০৪; মিশকাত, হা/ ১৫৮; আবু দাউদ ,হা/ ৪৬০৯ ]
► ‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।
[সহিহ বুখারী, হাদিস নং ৩৪৬১]
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: