সূরা দোহা || surah duha bangla || সূরা দোহা বাংলা উচ্চারণ || surah duha bangla ||ক্বারী গনী ওসমানী
Автор: Mr.Agro-হাতের মুঠোই কৃষি
Загружено: 2022-10-09
Просмотров: 18
Описание:
সূরা দোহা এর ফজিলত
#sura#sura_duha_bangla#সূরা_দোহা
@mragroltd
সূরা দোহা পবিত্র কোরআন শরীফের ৯৩ নং সূরা দুহা। এ সূরার আয়াত সংখ্যা ১১টি এবং ১টি রুকুর সংখ্যা ।মক্কায় অবতীর্ণ হয় সূরা আদ-দুহা ।
উজ্জ্বল সকাল বা উজ্জ্বল দিবা এই সূরার নামের অর্থ । রাতের মোকাবেলায় ব্যবহার করা হয়েছে যা ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট কিছুদিন ওহী নাজিল বন্ধ থাকলে বিরোধীরা মনে করে এবং প্রচার করে যে, রাসূলের প্রতি যে উৎস হতে ওহী নাজিল হতো, সে উৎস হতে ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে নবীজি (সা.)-কে সান্ত্বনা ও স্বস্তি দেয়ার জন্যে মহান আল্লাহ তায়ালার তরফ হতে সূরা আদ-দুহা নাজিল হয়েছিল।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
[1] وَالضُّحىٰ
[1] অদ্ব্দ্বুহা
[1] শপথ পূর্বাহ্নের,
[2] وَالَّيلِ إِذا سَجىٰ
[2] অল্লাইলি ইযা- সাজ্বা
[2] শপথ রাত্রির যখন তা গভীর হয়,
[3] ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلىٰ
[3] মা অদ্দা‘আকা রব্বুকা অমা- ক্বলা
[3] আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
[4] وَلَلءاخِرَةُ خَيرٌ لَكَ مِنَ الأولىٰ
[4] অলাল্ আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা
[4] আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
[5] وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضىٰ
[5] অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া
[5] আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
[6] أَلَم يَجِدكَ يَتيمًا فَـٔاوىٰ
[6] আলাম্ ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআ-ওয়া
[6] তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
[7] وَوَجَدَكَ ضالًّا فَهَدىٰ
[7] অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা
[7] তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
[8] وَوَجَدَكَ عائِلًا فَأَغنىٰ
[8] অওয়াজ্বাদাকা ‘আ-য়িলান্ ফাআগ্না
[8] তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
[9] فَأَمَّا اليَتيمَ فَلا تَقهَر
[9] ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বর্ ্হা
[9] সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
[10] وَأَمَّا السّائِلَ فَلا تَنهَر
[10] অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা
[10] সওয়ালকারীকে ধমক দেবেন না।
[11] وَأَمّا بِنِعمَةِ رَبِّكَ فَحَدِّث
[11] অ আম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ্
[11] এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন |
#voi_tv_voice_of_Islam
@mragroltd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: