ইলিশ মাছের কেনাকাটা। কারওয়ান বাজার। ঢাকা।Banglar Pothe Pothe।
Автор: Banglar Pothe Mahabub
Загружено: 2022-07-09
Просмотров: 513
Описание:
#ইলিশ_মাছের_কেনাকাটা। #কারওয়ান_বাজার। ঢাকা।#Banglar_Pothe_Pothe।
#বাংলার_পথে_পথে
মাছের বাজার,মাছের দাম,পাইকারী মাছের বাজার, পাইকারি মাছের আড়ৎ, পাইকারি মাছের বাজার, মাছের বাজার দর, ইলিশ মাছের দাম,ভৈরব পাইকারী বড় মাছের বাজার, বাংলাদেশের মাছের বাজার,পাইকারী মাছের বাজারে মাছের বর্তমান দাম, কারওয়ান বাজারে ইলিশ মাছের খুচরা দাম,ইলিশ মাছের পাইকারি বাজার, কাওরান বাজার পাইকারি মাছের বাজার, বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারী মাছের আড়ৎ ঢাকা কাওরান বাজার।
আসলেই সস্তায় বিক্রি হচ্ছে ইলিশ | ক্রেতাদের উপচেপড়া ভীড় | ইলিশ বিক্রেতারা জানান, বরাবরই রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে বেশি চাহিদা ‘৬০০ গ্রাম প্লাস’ আকারের ইলিশের। এই আকৃতির ইলিশের সরবরাহ ও বিক্রিও বেশি হয়ে থাকে। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের দৃষ্টি এই আকারের ইলিশেই বেশি থাকে। এমন ইলিশগুলো এখন গড়ে ৫০০ টাকা কেজিতে নেমে এসেছে, স্বাভাবিকভাবেই বিক্রিও বেড়েছে। এছাড়াও ৪০০ গ্রাম থেকে আধা কেজি আকারের ইলিশেরও বেশ সরবরাহ রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।
কারওয়ান বাজার আড়তে মাছের দাম তুলনামুলক অনেক কম। তবে আড়তের বাইরে এই মাছেরই দাম একটু বেশি। কিছু মাছ ব্যবসায়ী আড়ত থেকে ইলিশ মাছ কিনে আড়তের বাইরে রাস্তার পাশে বসে অল্প লাভে বিক্রি করেন সকাল বেলা।
ইলিশ কেনার ধুম পড়ে গেছে
Cheapest Hilsa Price In Dhaka ইলিশ মাছ ইলিশের দাম
Cover Types:
ইলিশ কেনার ধুম পড়ে গেছে Cheapest Hilsa Price In Dhaka ইলিশ মাছ ইলিশের দাম ইলিশ মাছের দাম ইলিশের দাম কত পদ্মার ইলিশ বরিশারের ইলিশ চাঁদপুরের ইলিশ Hilsa Fish Hilsa Price in Dhaka Hilsa Price in Bangladesh Ilish Fish price in dhaka
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: