গরমে ব্রয়লার মুরগি হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় ও দ্রুত মৃত্যুর হার কমানোর উপায়। Rafia Poultry
Автор: Poultry Mela
Загружено: 2022-08-10
Просмотров: 4996
Описание:
পোল্ট্রি সরঞ্জাম অর্ডার করুন https://poultrymela.com
অতিরিক্ত গরমে মুরগির তাপমাত্রা নিয়ত্রণের চেষ্টা করাঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাইরের তাপমাত্রা অনেক বেশি হলেও মুরগীর জন্য উপযুক্ত তাপমাত্রার ব্যবস্থা করা জরুরি।
এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করা। এবং ভিতরের গরম বাইরে বের করার জন্য এক্সিট ফ্যান ব্যবহার করতে হবে। যদি তাপমাত্রা খুবই বেশি দেখা যায় তাহলে টিনের চালে ঝরনা উপরে পানি রাখার মত কিছু হলেও ব্যবস্থার মাধ্যমে এর তাপমাত্রা নিয়ত্রন করা। গাছের ডাল অথচা টিনের উপর খড়ের চালের ব্যবস্থা করা।
মুরগীর তাপমাত্রা অসহনীয় হলে বোঝার উপায়ঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষ তার গরম লাগার কথা বলতে পারে,কিন্তু মুরগী তা পারেনা।
তাই তাদের কিছু বৈশিষ্ট দেখে বুঝতে হয় মুরগির তাপমাত্র বৃদ্ধি হলে -পানির পাত্রের উপর মুরগি হুমড়ী খেয়ে পড়ছে।
মুরগী গুলো যেদিকে একটূ ঠান্ডা পরিবেশ পাচ্ছে তার দিকে ছুটে যেতে থাকবে।
পাখা গুলো এলিয়ে দিয়ে ঝিমিয়েও যেতে পারে।
মুরগীর হার্ট রেট ও শ্বাসরেট বেড়ে যায় অনেকাংশে।
হিটস্ট্রোক এড়ানোর জন্য স্বল্পকালীন প্রস্তুতিঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হিট স্ট্রোক যেহেতু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়ে থাকে। এতে যেমন আমাদের হাত দেয়ার ক্ষমতা থাকেনা, কিন্তু একটু ভালভাবে চেষ্টা করলে এর মারাত্বক প্রভাব থেকে মুরগীকে রক্ষা করা যেতে পারে। বেশি তাপমাত্রা থাকাকালীন সময়ে নিম্নোক্ত পদক্ষেপ করা যেতে পারে।
অতিরিক্ত গরমে বৃষ্টির পানির মত টিনের চালে ঝর্ণা ফিটিংস করে খুব সহজে তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব ।
পোল্ট্রি ফার্মের সরঞ্জাম অর্ডার করুন। 01777183629
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#ফার্মের_ঝরনা
#farmsprinkle
#sprinkle
#minisprinkler
#minisprinkler
@poultrymela
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: