শ্রীরামকৃষ্ণ কথামৃত পার্ট ৩২৯
Автор: mute
Загружено: 2025-09-20
Просмотров: 3
Описание:
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক যুগাবতার, যিনি ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রচার করেছিলেন। তাঁর জন্ম ১৮৩৬ সালে পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারে। তাঁর পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। শৈশবে তাঁর নাম ছিল গদাধর। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিক ভাব প্রবল ছিল।
কর্মজীবনের শুরুতে তিনি কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী হন। এখানেই মা কালীর সাধনায় তিনি সিদ্ধিলাভ করেন এবং ঈশ্বরের সাক্ষাৎ দর্শন পান। তাঁর জীবন ছিল আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে তিনি তন্ত্র, বেদান্ত এবং বৈষ্ণব মত সহ বিভিন্ন পথে সাধনা করে একই সত্যে উপনীত হন। তিনি বলতেন, "যত মত, তত পথ।"
শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন মা সারদা দেবী, যিনি তাঁর আধ্যাত্মিক সাধনার সঙ্গী ছিলেন। তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তাঁর ভাবাদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দেন। শ্রীরামকৃষ্ণের সহজ-সরল জীবনযাপন এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর জীবন ও বাণী প্রমাণ করে যে, ঈশ্বরের প্রতি純 প্রেম ও ভক্তি দিয়েই তাঁকে লাভ করা যায়।
#SriRamakrishna
#RamakrishnaParamahamsa
#Dakshineswar
#Kamarpukur
#SaradaDevi
#SwamiVivekananda
#Vedanta
#SpiritualIndia
#HinduMystic
#HarmonyOfReligions
#RamakrishnaMission
#DivineMother
#KaliBhakti
#IndianSaints
#SpiritualAwakening
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: