আল্লামা সাঈদীকে নিয়ে বেদনার গান | প্রেরনায় বেদনায় আল্লামা সাঈদী | Mahbub Riaz | Mahmud Faysal |
Автор: Mahbub Riaz Official
Загружено: 2023-09-29
Просмотров: 96660
Описание:
#আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী
#ইসলামিক_গজল
#everyone
#islamisong
#সাঈদী
#প্রেরনায় বেদনায় আল্লামা সাঈদী
কথা:
ওরাকা বিন বাশার
সুর ও সংগীত:
মাহমুদ ফয়সাল
শিল্পী:
মাহবুব রিয়াজ
হানিফুর রহমান শরিফ,
নুরুদ্দীন নূর,
শরিফ রাজ,
আঃ আল-নোমান,
এনামুল হক,
জাহিদুল ইসলাম,
আমিনুল ইসলাম বুলবুল।
অভিনয়ঃ
স্বজন জহির
মারুফ বিল্লাহ
ইয়াছিন আরাফাত
কম্পোজারঃ
মাসুদ হুজাইফী
স্ক্রিপ্টঃ
হাসিবুর রহমান হাসিব
গ্রাফিক্সঃ
আরাফাত মাহমুদ
ডিওপিঃ
শেখ ইশরাক ফারহান ফারাবী
কৃতজ্ঞতায়ঃ
এর্টনী অহিদুল ইসলাম
মাওঃ রিজাউল করিম
জি,কে,সাজু
মিজানুর রহমান
ও
মাসুদ সাঈদী
পরিচালকঃ
রা কি ব - ফ রা জী
লিরিকঃ
বুকের জমিন কেঁপে উঠে বারবার
নেই তুমি চলে গেছো কুরানের পাখি,
বিরহের উপশম পাইনা তো খুঁজে
আজ শুধু বেদনাতে টলোমলো আঁখি।।
বোবা ব্যাথা বয়ে যাই হই দিশেহারা
সাহারার মরুভূমি এই বুক জুড়ে,
শুনতে যে পারবো না সুর মধুবাণী
ভাবতেই এই বুক যায় যেনো পুড়ে।।
ঈমানের সুরভিতে ছড়িয়ে সৌরভ
নিয়েছো বিদায় প্রিয় আলোর সাকী।।
সকলের অন্তরে জাগিয়েছো সাড়া
কাঁপিয়ে দিয়েছো জালিমের অন্তর
সত্যের পয়গামে হেরেছে বাতিল
মুখরিত করেছিলে পথ প্রান্তর।
ঈমানের উপমা যে কাঁটা ঘেরা পথ
সেই পথে দিয়ে গেলে তুমি নিজ প্রাণ,
প্রেরণায় বেদনায় শক্তি সাহসে
তোমার এ নাম রবে চির অম্লান।
জান্নাতি পাখি হয়ে মেলো সুখ ডানা
রবেরও কাছে এই ফরিয়াদ রাখি।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: