ঘাস কাটার মেশিন
Автор: Prince Blogs
Загружено: 2024-10-05
Просмотров: 168
Описание:
বাগান বাড়ি, রিসোর্ট, পার্ক কিংবা বাসাবাড়ির উঠান এবং বাগান পরিষ্কার করতে ব্যবহার করা হয় ঘাস কাটার মেশিন। ঘাস কাটা যন্ত্র এমন একটি মেশিন যা এক বা একাধিক ঘূর্ণী ব্লেড ব্যবহার করে যে কোনো উচ্চতার ঘাস কাটতে সক্ষম। জাপানের মিতসুবিশি প্রতিষ্ঠানের তৈরি এই ঘাস কাটার মেশিন খুবই উচ্চমানের একটি মেশিন। ২.৫ ঘোড়া মোটরে চালিত মেশিনটির ইঞ্জিন ৯০ সিসি। এই যন্ত্রটি চালাতে অকটেন বা পেট্রোলের সাথে ৪০ গ্রেডের পাতলা মবিল ব্যবহার করলে যন্ত্রটির ইঞ্জিন অনেক দিন টেকসই থাকবে। এই মেশিনের সাথে বাড়তি দুটি কাটার দেয়া থাকবে যার সাহায্যে যে কোন ধরনের শক্ত ও মোটা ঘাস নিমিশেই কেটে ফেলা সম্ভব।
এই মেশিনের যন্ত্রের অংশটি ব্যাল্টের সাহায্যে পিঠে নিয়ে খুব সহজে এবং আরামদায়কভাবে ঘাস কাটা যায়। খুব সহজ পদ্ধতিতে দড়ি টেনে যন্ত্র চালু করার পর লম্বা দন্ডের শুরুতেই রয়েছে অন অফ করার বাটন। তাই ঘাস কাটার যে কোন মুহুর্তেই প্রয়োজন মত কাটার বন্ধ ও চালু করার সুযোগ থাকছে। এই মেশিনটির ওজন প্রায় ৮ কেজি।
মেশিন
ব্রাশ কাটার মেশিনটি একটি বহুমুখী টুল যা অতুলনীয় দক্ষতার সাথে অনেক গুলো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই এক মেশিন দিয়ে ১২ টি কাজ করতে পারবেন। ধান কাটা, ঘাস কাটা, ভুট্টা গাছ কাটা, আগাছা পরিষ্কার, ঝোপঝাড় কাটা, বাগান ছাটাই,বাগান বা উঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করা গাছ ছাটাই করার কাজে, আঙ্গুরের বাগানে, রাস্তার পাশে গাছপালা পরিষ্কার করার কাজে, পার্ক ম্যানেজমেন্ট করার কাজে,গলফ ক্লাবে এই মেশিন সহজেই ব্যবহার করতে পারবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: