ভার্মি কম্পোস্ট এর কারখানা, হাতে-কলমে শেখানো হলো ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি/ Make vermi compost/
Автор: Green Friends
Загружено: 2021-12-08
Просмотров: 526216
                Описание:
                    Method_of_making_vermi_compost
নিজেরা বাড়িতে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করবেন এখানে সেই পদ্ধতি শেখানো হলো।
ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে ভার্মি কম্পোস্ট সেটা এতদিন আমরা শুনে গেছি মাত্র আজ আপনাদের হাতে কলমে দেখানো হলো আর শুধুমাত্র এই কাজটি করলো আপনাদের নিজেদের চ্যানেল।
অরিজিনাল ভার্মি কম্পোস্ট পাওয়া বাজারে সত্যিই মুশকিল কে অরিজিনাল বলছে আর কার কাছে অরিজিনাল ভার্মি কম্পোস্ট পাওয়া যায় এটা কোন রকম ভাবে খাতায় হিসাব কলমে মিলানো সম্ভব হয় না।
তবে আমরা একবার যদি এক কেজি কিছু কিনে নিজেদের মতন করে ভার্মি কম্পোস্ট তৈরি করি তাহলে কোন সময় আমরা আর পিছন দিকে তাকাতো না নিজেরা সবসময় তৈরি করব অরিজিনাল ভার্মিকম্পোস্ট ও দিনের পর দিন এই কিছু বৃদ্ধি পাবে আমাদের কাজে লাগবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে কিভাবে যাবেন ঠিকানা দেওয়া আছে যদি আপনারা বেশি পরিমাণ কেনেন তাহলে ওখানে গিয়ে কিনতে পারবেন সবকিছুর ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে এছাড়া প্রত্যেকটা অংশ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
রোজ দুপুর একটায় নতুন কিছু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে আর সেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন।                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: