নারিকেল তলা সড়কের বর্তমান অবস্থা | দূর হয়নি জনগনের দুর্ভোগ | স্টিল মিলস্ কর্ণফুলি ইপিজেড পতেঙ্গা।
Автор: News On Vision - নিউজ অন ভিশন
Загружено: 2025-06-30
Просмотров: 446
Описание:
বার মাওলুদ শরীফের প্রবর্তক আল্লামা শাহ সুফি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল হক (রহঃ) স্মরণে
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা—যা উপমহাদেশের প্রখ্যাত অলী-আউলিয়া হযরত শাহ মোহসেন আউলিয়া (রহঃ)-এর পবিত্র স্মৃতিধন্য—এই এলাকাকে মহান আল্লাহ তা'আলা অসংখ্য আলেম, হাফেজ, মুফাসসির, মুহাদ্দিস ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব দ্বারা বিশেষ মর্যাদা দান করেছেন। এই ধারাবাহিকতায় উঠে এসেছেন বহু জগদ্বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, যাঁদের জ্ঞান, আদর্শ ও আধ্যাত্মিকতা আজও সমাজকে আলোকিত করে চলেছে।
এই গৌরবময় কাফেলায় অন্যতম একজন ছিলেন বারশত ইউনিয়নের বারশত গ্রামের কৃতি সন্তান, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শাহী আকবরী জামে মসজিদের আজীবন খতিব হুজুর হযরতুল আল্লামা শাহ সুফি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল হক (রহঃ)।
তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল মানুষের অন্তরে নবীপ্রেম, আকিদা ও সঠিক দ্বীনি চেতনার বীজ বপন করা। তিনি গভীরভাবে উপলব্ধি করেন—এলাকার মানুষকে হকপন্থায় ফিরিয়ে আনার জন্য একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। এ উপলব্ধি থেকেই তিনি নিজের পৈতৃক ও ব্যক্তিগত জমি বিক্রি করে অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন "বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসা"। তাঁরই হাত ধরেই অনেক আলেম ও দ্বীনি কর্মী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে সমাজে আলো ছড়িয়ে দিয়েছেন।
তিনি শুধু একজন আলেম বা শিক্ষক ছিলেন না, বরং ছিলেন একজন দায়িত্ববান পথপ্রদর্শক। তাঁর নেতৃত্বেই শাহী আকবরী জামে মসজিদে প্রতি বছর ১লা রবিউল আওয়াল থেকে ১২ই রবিউল আওয়াল পর্যন্ত টানা ১২ দিনব্যাপী বার মাওলুদ শরীফ এর সূচনা হয়। এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। প্রতিদিন জোহরের নামাজের পর তিনি নিজেই ওয়াজ করতেন, কিয়াম-মিলাদ ও আখেরি মোনাজাত পরিচালনা করতেন, কোনো প্রকার অর্থ, হাদিয়া কিংবা লালসা ছাড়াই। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য চা ও হালকা আপ্যায়নের ব্যবস্থা থাকতো।
আজ তাঁর প্রতিষ্ঠিত বার মাওলুদ শরীফ আয়োজন দেশ-বিদেশের বিখ্যাত ইসলামিক স্কলারদের আগমনে আরও সমৃদ্ধ হয়েছে। পুরো অনুষ্ঠানটি এখন সুসজ্জিত ও সুসংগঠিতভাবে পালিত হয়, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।
এই মহতী প্রচেষ্টা ও আত্মত্যাগের জন্য আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন এবং তাঁর রেখে যাওয়া ফুয়ুজাত ও বরকতের ধারায় আমাদেরকেও শরিক করেন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।
News On Vision
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: