কার্তিক মাসের সম্পুর্ণ নিয়ম, কি করবেন আর কি করবেন না, কার্তিক স্নান কবে থেকে শুরু?
Автор: Gopal Seva O Kahini
Загружено: 2025-10-05
Просмотров: 29
Описание:
কার্তিক মাসের সম্পুর্ণ নিয়ম, কি করবেন আর কি করবেন না, কার্তিক স্নান কবে থেকে শুরু?
কার্তিক মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এবং এই মাসে কিছু বিশেষ নিয়ম মানলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। এই মাসে তুলসী গাছের সেবা করা, সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো, গুড় দান করা এবং আমিষ ও 'ষ' দিয়ে শুরু হওয়া খাবার (যেমন বেগুন, লাউ, গাজর) বর্জন করার নিয়ম রয়েছে।
তুলসী সেবা: প্রতিদিন সকালে তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ ও গঙ্গাজল ঢালুন এবং সেই তুলসী মাটি দিয়ে কপালে তিলক পরুন।
প্রদীপ ও দীপ দান: প্রতিদিন সন্ধ্যায় ভগবান বিষ্ণু, লক্ষ্মী, যম এবং অশ্বত্থ গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এই মাসে দীপ দান করলে বিশেষ ফল পাওয়া যায়।
কালো তিল অর্পণ: ভগবান বিষ্ণুকে কালো তিল নিবেদন করুন।
গুড় দান: এই মাসে গুড় দান করলে সুফল পাওয়া যায়।
জপ ও মন্ত্র: প্রতিদিন ১৬ মালা জপ করলে বা দামোদর ব্রত পালন করলে খুব ভালো ফল লাভ করা যায়।
যা করা উচিত নয়:
আমিষ বর্জন: এই পবিত্র মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।
বিশেষ কিছু সবজি ও ফল বর্জন: গাজর, বেগুন, লাউ ও করলা এবং যেসব ফলে বেশি বীজ আছে (যেমন শসা) সেগুলি এড়িয়ে চলুন।
অশুদ্ধ কাজ: কোনো রকম অপবিত্র বা অসমাপ্ত কাজ এই মাসে করা উচিত নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: