সাওম বা রোজা কখন আপনার জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হবে শুনুন-শায়খ আব্দুর রহমান মাদানি
Автор: PEUK
Загружено: 2021-05-19
Просмотров: 276
Описание:
সাওম বা রোজা কখন আপনার জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হবে শুনুন-শায়খ আব্দুর রহমান মাদানি
মহান প্রতিপালক আল্লাহতায়ালা পবিত্র রমজান মাসের মহত্ব ও গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেন, ‘রমজান মাস- যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা আদ্যোপান্ত হেদায়েত এবং সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত; যা সঠিক পথ দেখায় এবং সত্য-মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। ’ -সূরা বাকারা: ১৮৫
হজরত রাসূলে কারিম (সা.) রমজান মাস আসার দুইমাস আগে অর্থাৎ রজব মাস থেকেই রমজান মাস পাওয়ার জন্য দোয়া আরম্ভ করতেন এবং প্রস্তুতি শুরু করে দিতেন।
রোজা জান্নাত লাভের পথ
হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, ‘জান্নাতের একটি দরজা রয়েছে, যার নাম ‘রাইয়ান’। কেয়ামতের দিন রোজাদাররাই শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করবে। অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোযাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ শেষ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ’ –সহিহ বোখারি, হাদিস: ১৭৯৭
হজরত আবু হুরায়রা (রা.) আরজ করলেন- ‘হে আল্লাহর রাসূল! আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই। ’ -সুনানে নাসাঈ, হাদিস: ২৫৩৪
রোজা জাহান্নাম থেকে মুক্তি দেয়
হাদিস শরিফে এসেছে, রোজা হলো ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাঁচার মজবুত দুর্গ। -মুসনাদে আহমাদ, হাদিস: ৯২১৪
অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তার থেকে জাহান্নামকে এক খরিফ (সত্তর বছরের) দূরত্বে সরিয়ে দেবেন। -সহিহ মুসলিম, হাদিস: ২৭৬৯
হাশরের দিন সুপারিশ করবে রোজা
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেছেন, রোজা ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে প্রতিপালক! আমি দিনের বেলা তাকে পানাহার ও সহবাস থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল কর। কোরআন বলবে হে প্রতিপালক! আমি তাকে রাতে বিনিদ্র রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল কর। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। ’ -মুসনাদে আহমদ, হাদিস: ৬৬২৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: