কোয়েল পালন করে শুন্য থেকে কিভাবে সফল হলেন সজল ভাই || Success story of Srabon Hasan Sajal Quail farm
Автор: MAHMUDUL HOQUE RIAD
Загружено: 2019-08-10
Просмотров: 108042
Описание:
বাংলাদেশে কোয়েল নিয়ে কাজ করছেন এমন কয়েকজন এর নাম বললে সজল ভাই এর নাম আগে চলে আসবে। কোয়েল নিয়ে তার একটি ইউটিউব চ্যানেল আছে। আগে সেই এই ইউটিউব চ্যানেল এর নাম ছিলো Animal Treatment যা বর্তমানে নাম পরিবর্তন করে রেখেছেন Dr Srabon Hasan Sajal.
ঢাকার মোহাম্মদপুরে এক বিশাল কোয়েল খামার পরিচালনা করছেন শ্রাবণ হাসান সজল। খামার করার পাশাপাশি তিনি ভেটনারি নিয়ে পড়াশুনা করছেন।
শুরুতে তিনি নিজ বাড়ি মাদারিপুরে কোয়েল খামার শুরু করেন ২০১৪ সালে। কোয়েল খামার শুরু করার সময় প্রথমে তিনি খেয়াল করলেন একদল অসাধু ব্যবসায়ী মহিলা কোয়েল এর দামে পুরুষ কোয়েল বিক্রি করছে। এতে করে নতুন খামারিরা লসে পড়ছে।
খামারিদের সচেতনতা বাড়াতে তিনি কোয়েল পাখি পালন নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে থাকেন। ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকার কারনে খামারের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে থাকেন। উনার ইউটিউবের চ্যানেলটি অনেক জনপ্রিয়।
২০১৯ সালের শুরুর দিকে পড়াশুনা শেষে ঢাকায় চলে আসেন। ঢাকায় কোয়েল এর ডিমের চাহিদা বেশি থাকার কারনে মোহাম্মদপুরে খামার স্থাপন করেন। বর্তমানে প্রায় ১০হাজার ডিম দেয় এমন কোয়েল পাখির খামার করছেন।
ভবিষ্যতে ইনকিউবেটর সেট করে নতুন খামারিদের বাচ্চা সরবরাহ করার পরিকল্পনা করছেন তিনি।
যে কোন কৃষি সমস্যা ও আলোচনার জন্য এই ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ / agrobd
কৃষি বিষয়ক website: http://agronews24.com/
কৃষিবিষয়ক ফেসবুক পেইজ / redagrobd
আমার পারসোনাল ফেসবুক প্রোফাইলঃ / mahmudulhoqueriad
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: