সিজদাহ্ থেকে দাড়ানোর সঠিক নিয়ম
Автор: Shotikniom
Загружено: 2025-05-21
Просмотров: 1003
Описание:
সিজদাহ্ থেকে দাড়ানোর সঠিক নিয়ম
🌙 সিজদাহ থেকে দাঁড়ানোর সঠিক নিয়ম (নামাজে):
দ্বিতীয় সিজদাহ শেষ করুন:
দু’টি সিজদা করার পর দ্বিতীয় সিজদা শেষ করবেন।
হাতে ভর দিয়ে উঠুন (প্রয়োজনে):
যদি দুর্বল হন, তবে হাতের সাহায্যে ভর দিয়ে দাঁড়ানো জায়েজ আছে।
শক্তিশালী হলে সাধারণভাবে হাঁটু দিয়ে ভর রেখে উঠবেন, হাত দিয়ে ভর না দিয়ে।
প্রথমে মাথা উঠান, তারপর হাত, তারপর হাঁটু উঠিয়ে ধীরে ধীরে দাঁড়ান।
রুকু করার মতো সোজা দাঁড়ান (কিয়াম):
সিজদাহ থেকে উঠে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে, যাকে "কিয়াম" বলে।
এ সময় শরীর সোজা থাকবে এবং কিছু সময় থেমে থাকতে হয়। একে "তোমানিনা" বলে, যা ফরজ নয় তবে ওয়াজিব বা সুন্নত মুআক্কাদা।
📌 কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ:
সিজদা থেকে উঠার সময় “الله أكبر” (আল্লাহু আকবার) বলা।
"তোমানিনা" রাখা (অর্থাৎ ধীরে ধীরে শান্তভাবে ওঠা, না হুড়াহুড়ি করে)।
উঠার সময় পায়ের আঙুলগুলো কিবলামুখী রাখা।
🛑 ভুল যেগুলো অনেকেই করেন:
সিজদাহ থেকে উঠে সোজা না হয়ে সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাওয়া।
দাঁড়ানোর সময় খুব তাড়াহুড়া করা।
তোমানিনা না রাখা (অর্থাৎ ঠাণ্ডা মাথায় সঠিক স্থানে থেমে না দাঁড়ানো)।
✨ উদাহরণ (সুন্নাহ অনুযায়ী):
সিজদা থেকে উঠে “আল্লাহু আকবার” বলে ধীরে ধীরে দাঁড়িয়ে যান, তারপর যখন সোজা হয়ে কিয়াম অবস্থায় আসবেন, তখন নতুন আয়াত/সূরা/তিলাওয়াত শুরু করবেন।
#নামাজ
#সিজদাহ
#নামাজেরনিয়ম
#ইসলামিকভিডিও
#সালাত
#ইবাদত
#সুন্নাহ
#IslamicShorts
#Salah
#Sujood
নামাজ শিক্ষা
সিজদাহ থেকে দাঁড়ানোর নিয়ম
নামাজের সঠিক নিয়ম
সালাতের রুকন
ইসলামিক শর্ট ভিডিও
সুন্নাহ অনুযায়ী নামাজ
how to stand after sujood
correct way to pray salah
islamic prayer tutorial
namaz ka sahi tareeqa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: