মজলিস উস শুরা ইসলামিক লিডারশিপ কাউন্সিল অফ নিউইয়র্ক ৩১ তম এনিভার্সারি
Автор: ITVusa News
Загружено: 2019-03-01
Просмотров: 207
Описание: মজলিস উস শুরা ইসলামিক লিডারশিপ কাউন্সিল অফ নিউইয়র্ক ৩১ তম এনিভার্সারি ব্যাংকুয়েট সেলিব্রেটিং আওয়ার লেগেসি অনুষ্ঠিত হয়েছে। মজলিসে শুরার এই বার্ষিক আয়োজনে ইমাম জাকির আহমদ ও মারিয়াম আঃ বাজি এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ডক্টর ইয়াসির কাদির, ওমর সোলায়মান ,খালিল সাবরাব্রা ,ইমাম তালিব আব্দুর রশিদসহ অনেকে। এসময় মজলিসে শুরা-২০১৮ মুসলিম নিউইয়র্ক এর আওয়ার্ড মোহাম্মদ বাহা, বাতুল চৌধুরি ও সালাম রহিম কে প্রদান করা হয়। মজলিসে শুরার কার্যক্রম তুলে ধরেন এক্সিকিউটিভ ডিরেক্টর রাজা আবদুল হক। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন মজলিসে শুরার প্রেসিডেন্ট ডক্টর আব্দুল হাফিদ জমিল। প্রসঙ্গত মজলিস উস শুরা নিউইয়র্কে গত ৩০ বছর ধরে মুসলিম কমিউনিটিতে কাজ করে যাচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: