হালাল ও হারামের সীমানা | হালাল ও হারাম | আল্লাহর নির্ধারিত সীমারেখা | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
Автор: Invitation to Change
Загружено: 2023-11-23
Просмотров: 171
Описание:
হালাল ও হারামের সীমানা | হালাল ও হারাম | আল্লাহর নির্ধারিত সীমারেখা | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
বিশ্বমানবতার কল্যাণ সাধন এবং অকল্যাণ ও ক্ষতি থেকে রক্ষা করা। হালাল বিধান পালনেই বান্দার জন্য রয়েছে- আত্মার কল্যাণ, দেহের কল্যাণ এবং বিবেক-বুদ্ধির সুস্থতা। যা দ্বীন-ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। এতে আল্লাহ বান্দার প্রতি নাজিল করেন রহমত ও বরকত। পক্ষান্তরে যে ব্যক্তি হারাম কাজ করে তার অন্তর-আত্মা নষ্ট হয়ে যায়, দেহের ক্ষতি হয় এবং বিবেক বুদ্ধি লোপ পায়। যা নির্বুদ্ধিতার পরিচয় বহন করে। এক কথায় তাকে গোনাহগার বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের জন্য সব ধরনের কঠোরতা তুলে নিয়ে ইসলামের হালাল ও হারামের বিধান মানুষকে অশান্তির শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে নিষ্কৃতি দান করেছেন। হালাল-হারামের বিধান নির্ধারণে আল্লাহ বলেন-الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأَغْلاَلَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ অর্থাৎ `সেসমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মি নবি, যাঁর সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। (সূরা আ`রাফ : আয়াত ১৫৭)
✅ বিষয় ভিত্তিক ইসলামিক আলোচনা
✅ শিরোনাম: হালাল ও হারামের সীমানা
✅ আলোচক: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
------------------------------------------------------------------------------------------------------------------
যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে *
হালাল ও হারামের সীমানা
হালাল-হারামের পরিচয়
হালাল ও হারাম বিধানের উদ্দেশ্য
ইসলামে হালাল-হারামের বিধান যেভাবে বিবেচিত
হালাল ও হারামের বিধান দেওয়ার কারণ
হালাল ও হারাম, আল্লাহর নির্ধারিত সীমারেখা
ইসলামে হালাল হারামের বিধান
হালাল ও হারামের মধ্যে পার্থক্য কী?
🔴🔴 ইনভাইটেশন টু চেঞ্জ এর সংক্ষিপ্ত পরিচিতি: 🔴🔴
পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তথ্যপ্রযুক্তির যুগে বাস্তবিক কারণেই অনলাইনে ধর্মীয় কন্টেন্ট দেখে থাকেন মানুষ। কিন্তু বিশ্বাসীদের মধ্যেই নানা পথ ও মত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এমনকি বিভ্রান্তিও কম নয়। যুগে যুগে যেমন বিভ্রান্তির বেড়াজাল সৃষ্টি হয়েছে; আবার সংস্কারকের আগমনও ঘটেছে।
উত্তর আধুনিক যুগে মানুষের জীবন অভ্যাসের সাথে মিল রেখে, আধুনিক বিজ্ঞানকে সঙ্গে করেই কুরআন, হাদিস , ইসলামী সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস অবিকৃতভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।
মত, পথ ও মতবাদের লালন নয়, প্রকৃত সত্য উপস্থাপনের মাধ্যমে জীবনকে সহজ করা ও ‘জীবনের পাথেয়’ সরলভাবে তুলে ধরার নিমিত্তে যাত্রা শুরু হলো Center for Invitation to Change এর । যার অনলাইন কার্যক্রম Invitation to Change নামে।
----------------------------- -------------------------------------------------------------------------------------
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
FOR SUBSCRIBE :
https://www.youtube.com/ @invitationtochange
লাইক দিন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ:
/ invitation2c. .
---------------------------------------------------------------------------------------------------------------------
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে শরীক হবেন এই প্রত্যাশা করি। সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: