ছোট থেকেই বলিউডে গান গাওয়া কে এই বাংলাদেশী শিল্পী | শিরিন জাওয়াদ এর জীবনী
Автор: Wikipedia BD
Загружено: 2022-12-25
Просмотров: 46023
Описание:
মাত্র দুই বছর বয়সে বাবার সাথে গান গাওয়া এবং শখের বশত ছোট থেকেই বলিউডে গান গাওয়া শুরু করা একজন বাংলাদেশী সংগীতশীল্পীর নাম শিরিন জাওয়াদ। শিরিন জাওয়াদ সাধারনত ফিউসন ও লোক ধারার গান পরিবেশন করেন
জন্ম ও শীক্ষাজীবনঃ
শিরিন জাওয়াদ ১৯৭১ সালের ১০ অক্টোবর পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তিনি মাত্র দুই বছর বয়সে তার বাবার সাথে গান গেয়েছিলেন। তিনি শখের বশত ছোট থেকেই বলিউডে গান গাওয়া শুরু করেন। তার বাবা তাকে সঙ্গীত শেখার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি তার জীবনের প্রথম পারফরমেন্স করেন স্কুলে। তার বাবা ও মায়ের কাছে ঘরের মধ্যে বাংলা লোক সঙ্গীতের অনুপ্রেরণা পান শিরিন জাওয়াদ।
কর্মজীবনঃ
শিরিন জাওয়াদ মূলত একজন সমাজকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সমাজকর্মী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। ১৯ বছর বয়সে পাবলিক পারফরমেন্সে লোক সঙ্গীতের গান গেয়েছিলেন শিরিন জাওয়াদ। জাওয়াদ যুক্তরাজ্য জুড়ে কমিউনিটি ফাংশন এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গান এবং নিয়মিত বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, ইতালি ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে গানের অনুষ্ঠান করে থাকেন। ২০১৫ সালের আগস্ট মাসে বার্মিংহামের বারক্লাইকার্ডের অ্যারিনাতে সঙ্গীতানুষ্ঠান করেন শিরিন জাওয়াদ।
অ্যালবামসমূহঃ
২০০৭ সালে হাবিব ওয়াহিদের সঙ্গীতায়নে জাওয়াদের প্রথম অ্যালবাম "পাঞ্জাবীওয়ালা" মুক্তি পায়, “পাঞ্জাবীওয়ালা” অ্যালবামের গানগুলো তিনি তার মৃত মায়ের নামে উৎসর্গ করেন। এরপর ২০০৯ সালে লেজার ভিশনের ব্যানারে তার দ্বিতীয় অ্যালবাম “মাতোয়ালি” মুক্তি পায়। ২০১৩ সালের ৯ এপ্রিল লেজার ভিশনের ব্যানারে জাওয়াদের তৃতীয় অ্যালবাম “রঙ্গিলা” মুক্তি পায় এবং ২০১৭ সালের ১১ জানুয়ারীতে সিডি চয়েজ এর ব্যানারে জাওয়াদের সর্বশেষ অ্যালবাম “গানওয়ালা” মুক্তি পায়। “গানওয়ালা” অ্যালবামে সমন্বিত ভাবে হাবিব ওয়াহিদ,ফুয়াদ আল মুক্তাদির, হৃদয় খান, রুমেল, রুম্মান, রাফা, রায়হান এবং বাপ্পা মজুমদার কাজ করেছিলেন।প্রীয় বন্ধুরা আপনারা যদি জনপ্রীয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে থাকা লিংকে ক্লিক করুন।
জনপ্রীয় গানঃ শিরিন জাওয়াদের উল্লেখযোগ্য জনপ্রিয় গানসমূহ হলঃ নদী, ভালবাসা ভাললাগা, শিখাইয়া পিরিতি, ওরে আমার ময়না পাখি, প্রেম নদীতে, শাহজালাল বাবা, কালা চাঁদ, মাতোয়ালি, দেনা পাওনা, কার কাছে কইব, বেনারশী, পাঞ্জাবীওয়ালা, এবং রঙ্গিলা সহ ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননাঃ
শিরিন জাওয়াদ ২০০২ সালে বেথেনাল গ্রিন ফেস্টিভাল এশিয়ান ট্যালেন্ট প্রতিযোগিতায় বিজয়ী হন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: