হযরত আবু বকর (রা:) এর সংক্ষিপ্ত জীবনী - Hazrat Abu-Bakr Life History
Автор: Learn in peace
Загружено: 2021-02-24
Просмотров: 9506
Описание:
আসসালামু আলাইকুম
learn in peace
আশারায়ে মুবাশ্বারা কারা?
আশারায়ে মুবাশ্বারা হলেন দশজন এমন সাহাবি যাদের কে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিলো এবং তারা সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
হযরত আবু বকর (রা:) (আরবি: أبو بكر) (২৭ অক্টোবর ৫৭৩ খ্রিষ্টাব্দ – ২৩ আগস্ট ৬৩৪ খ্রিষ্টাব্দ) ছিলেন মুহাম্মদের একজন প্রধান সাহাবি, ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের মধ্যে অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয়। এছাড়া তিনি রাসুল মুহাম্মদের শ্বশুর ছিলেন।[১] রাসুল মুহাম্মদের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। মুহাম্মদের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে “সিদ্দিক” বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়েছে।[২] তবে এ ব্যাপারে কোন হাদিস পাওয়া যায়নি। হাদিসে অন্য তিনজনকে সিদ্দীক উপাধীকরণ করা হয়েছে। মিরাজের ঘটনা এক ব্যক্তির নিকট শুনে বিশ্বাস করেছিলেন। তাই তাকে আবু বকর সিদ্দিক নামেও সম্বোধন করা হয়।
তরুণ বয়সে আবু বকর(রাঃ)একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। তিনি প্রতিবেশী সিরিয়া, ইয়েমেন ও অন্যান্য অঞ্চলে ব্যবসার কারণে ভ্রমণ করেছেন। এর মাধ্যমে তিনি সম্পদশালী হয়ে উঠেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। তিনি তার গোত্রের একজন নেতা হয়ে উঠেছিলেন।[৩] ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মদের ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ যুগিয়েছে।[৪] আবু বকরের(রাঃ) মেয়ে আয়িশার সাথে মুহাম্মদের বিয়ের ফলে তাদের দুজনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠে।[২]
হযরত আবু বকর (রা:) একজন একনিষ্ঠ সহচর হিসেবে মুহাম্মদের সহযোগিতা করেছেন।[৫] তার জীবদ্দশায় আবু বকর বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করে দেন।[৬] হুদায়বিয়ার সন্ধিতে আবু বকর অংশ নিয়েছিলেন এবং তিনি ছিলেন এই চুক্তির অন্যতম সাক্ষী।[৬]
হযরত আবু বকর (রা:) খিলাফত দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়েছিল। এরপর তিনি অসুস্থ হয়ে মারা যান। তার খিলাফতকাল দীর্ঘ না হলেও তিনি একজন সফল শাসক ছিলেন। মুহাম্মদের মৃত্যুর পর নবী দাবি করা ব্যক্তিদের তিনি রিদ্দার যুদ্ধে সফলভাবে দমন করেছেন এবং তৎকালীন দুটি পরাশক্তি পারস্য ও বাইজেন্টাইনদের উপর সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানের ধারাবাহিকতায় কয়েক দশকে মুসলিম খিলাফত ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্যের একটিতে পরিণত হয়।
প্রথম জীবন
হযরত আবু বকর (রা:) ৫৭৩ সালের দিকে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেছেন।[৮][১০] তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার।
অন্যান্য আরব শিশুদের মতো আবু বকর তার বাল্যকাল অতিবাহিত করেন। দশ বছর বয়সে তিনি তার বাবার সাথে একটি বাণিজ্য কাফেলায় করে সিরিয়া যান। পরে তিনি বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেন। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি সিরিয়া, ইয়েমেন প্রভৃতি স্থানে সফর করেছেন। এসব সফরের ফলে তিনি ধনী ও অভিজ্ঞতাসম্পন্ন হয়ে উঠেন। তার পিতা বেঁচে থাকলেও আবু বকর গোত্রের প্রধান হিসেবে সম্মান পেতে থাকেন।
হযরত আবু বকর (রা:) শিক্ষিত ছিলেন এবং কাব্যের প্রতি তার আগ্রহ ছিল। তার স্মৃতিশক্তি ভালো ছিল এবং আরব গোত্রসমূহের বংশলতিকা নিয়ে পাণ্ডিত্য ছিল।
ইসলাম গ্রহণ
আবু বকর প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলামগ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে যে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল; কিন্তু আবু বকর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর জীবন
হযরত আবু বকর (রা:) স্ত্রী কুতাইলা বিনতে আবদুল উজ্জা ইসলাম গ্রহণ করেন নি। আবু বকর তাকে তালাক দিয়েছিলেন। তার অন্য স্ত্রী উম্ম রুমান ইসলাম গ্রহণ করেন। তার ছেলে আবদুর রহমান ইবনে আবি বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে। আবদুর রহমান ইবনে আবি বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন।
হযরত আবু বকর (রা:) এর ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান।[১১][১২] তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন।
আবু বকরের অনুপ্রেরণায় ইসলাম গ্রহণকারীদের মধ্যে রয়েছেন:[৪]
1) উসমান ইবনে আফফান (পরবর্তীতে তৃতীয় খলিফা)
2) জুবাইর ইবনুল আওয়াম
3) তালহা ইবনে উবাইদিল্লাহ
4) আবদুর রহমান ইবনে আউফ (রাশিদুন খিলাফতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন)
5) সাদ ইবনে আবি ওয়াক্কাস (মুসলিমদের পারস্য বিজয়ে নেতৃত্ব দিয়েছেন)
6) আবু উবাইদা ইবনুল জাররাহ (সিরিয়ায় রাশিদুন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন।)
7) আবু সালামা আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ
8) খালিদ ইবনে সাইদ
9) আবু হুজাইফা ইবনে আল মুগিরা
হযরত আবু বকর (রা:) # Hazrat Abu-Bakr Life History # আবু বকর সিদ্দিক (রাঃ) এর জীবনী
ইউটুবে যে সব ভিডিও হারাম দিয়ে সাজানো, সেই সব ভিডিওকে হালাল দিয়ে সাজানোর জন্য "learn in peace " " শান্তিতে শিখি" ইউটুব চ্যানেলটির যাত্রা।
এই চ্যানেলে যা পাবেন, ইনশাআল্লাহঃ
১.মোবাইল সেটিং সমস্যা সমাধান
২.ইসলামিক প্রতিবেদন
৩. ইসলামের ইতিহাস
৪.ঐতিহাসিক মুসলমানদের কাহীনি
৫.নবীর-রাসুলদের কাহীনি
৬.হাদিস পাঠ
৭.কোরআন পাঠ
৮.শিক্ষনীয় ঘটনা
ইত্যাদি
কোন ভুল থাকলে,ব্যক্তিগত ভাবে জানাবেন ইনশাআল্লাহ। ভুল সংশোধনের চেষ্টা করব।
ভুল ধরিয়ে দিন ভালোবাসা নিন,! (সংশোধনের জন্য)
ভুল ধরার নামে উপহাস করে ঘৃন্যর পাত্র হবেন না।
ফেসবুক পেইজ -👉 Learn in peace
/ learn-in-peace-104135575059323
ইউটুব চ্যানেল লিংক👇
/ @learninpeace
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: