মেহগনি জাতের কাঠ গাছের চারা রোপণঃ আর্থিকভাবে ব্যাপক লাভবান হতে দারুণ এক উদ্যোগ !
Автор: Sororitu Horticulture
Загружено: 2020-08-26
Просмотров: 14118
Описание:
মেহগনি গাছের চারা
(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, বীজ থেকে উৎপাদিত)
মেহগনি একটি কাঠ বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ। গাছ লাগিয়ে দ্রুততম সময়ে আর্থিকভাবে লাভবান হতে চাইলে মেহগনি গাছের চারা লাগানো হতে পারে একটি দারুন উদ্যোগ। মেহগনি বাংলাদেশের নিজস্ব গাছ না হলেও আর্থিক লাভের কারণে বর্তমানে ব্যাপকভাবে এ গাছের চারা রোপন করা হয়ে থাকে। ফলে বাংলাদেশের আনাচে-কানাচে এ গাছের আধিক্য লক্ষ্য করা যায়। পোকামাকড় দমন করতে মেহগনি গাছের বীজ থেকে তৈরি তেল বিশেষ উপযোগী। এই গাছের অন্যান্য নাম যেমনঃ মেহগনি, মেহগিনি, মেহগেনি, মেহাগিনী ইত্যাদি নামেও ডাকা হয়। একটি মেহগনি গাছ প্রায় ৫০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের পাতা দেখতে বেশ বড় বড়।
মেহগনি গাছ এখন বাংলাদেশের প্রায় সব জায়গায় জন্মাতে দেখা যায়। তবে এদের আাদি নিবাস উত্তর আমেরিকার ক্রান্তিয় অঞ্চল। বিশেষ করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকেই এদের আদি নিবাস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। ইউরোপীয় বণিকদের মাধ্যমে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই গাছটি ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণে এই গাছগুলো প্রাকৃতিকভাবে জন্মে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছের চাষ করা হয় । প্রজাতিভেদে বড় বা ছোট মেহেগনি নামে অভিহিত হয়ে থাকে। বাংলাদেশে বসন্তকালে মেহগনি গাছের পাতা ঝরে যায়। এর কিছুদিন পর নতুন পাতা গজায়। এই গাছটি মূলত কাঠের জন্য জনসাধারণের কাছে সমাদৃত। এই গাছের কাঠ খুব শক্ত এবং ঘন আঁশযুক্ত। মূলত আসবাবপত্র তৈরী করার জন্য এই গাছের কাঠ ব্যবহার করা হয়। এছাড়া ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে পথের পাশে এই গাছ লাগানো হয়।
মেহগনির ঔষধি গুণগুণ সমূহঃ
ডায়াবেটিস রোগেঃ
ডায়াবেটিক রোগীদের রোগ নিয়ন্ত্রণের জন্য মেহগনি ফলের বিচির ভেতরের সাদা শাঁস পানিতে ভিজিয়ে খেতে দেখা যায়। এতে সুগার নিয়ন্ত্রণে থাকে।
হজমশক্তি বাড়াতেঃ
মেহগনি গাছের বাকলের নির্যাস শক্তিবর্ধক এবং হজমশক্তি বাড়ায়।
ক্যান্সার প্রতিরোধেঃ
বিচি, ফল ও মূলের গুঁড়ো খেলে ক্যান্সার প্রতিরোধ হয়।
ভেষজ কীটনাশকঃ
মেহগনি বীজের সাদা অংশ দিয়ে তেল তৈরি হয়। এই তেল ভেষজ কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়।
পাখির আক্রমণ থেকে ক্ষেত বাঁচাতেঃ
পাখির আক্রমণ থেকে ফসল বাঁচাতে মেহগনি গাছের ডাল কলম করে লাগিয়ে চারার মত করে ক্ষেতের পাশে লাগালে পাখির আক্রমন থেকে বাঁচা যায়। এই গাছে পাখি বাসা বানায় না, এমনকি বসেওনা।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://sororitu.com/
ফেসবুক পেজ দেখুনঃ / sororitushop
যোগাযোগের জন্য ফোন করুনঃ 01740-853459, 01308-169002, 01705-845434
অথবা, আপনার নম্বর উল্লেখ করে মেসেজ দিয়ে রাখুন।
আমাদের টিম লিডার শুধুমাত্র নির্দিষ্ট নম্বর থেকে যে কোন সময় আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
প্রয়োজনে ই-মেইল করুনঃ [email protected]
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: