ইমাম,খতিব,মোয়াজ্জিন দাবি প্রসঙ্গে শায়খ আহমদ উল্লাহর সাথে একমত তারেক রহমান।
Автор: News Channelbd
Загружено: 2025-11-23
Просмотров: 19
Описание: #ইমাম,খতিব,মোয়াজ্জিন “নৈতিক ও আত্মিক শুদ্ধির জন্য আপনারা যে অবদান রাখছেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়।” সমাজে নৈতিকতা বৃদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা শক্তিশালী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।রাজনৈতিক বক্তব্য ও অভিযোগবক্তব্যে তিনি অতীত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, রমজানে ‘ইফতার মাহফিল নিষেধাজ্ঞা’ এবং শাপলা চত্বরে হেফাজতের ওপর অভিযানের মতো ঘটনাগুলো ছিল ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি দাবি করেন, বিএনপি এসব অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল।এছাড়া সংবিধান থেকে “সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস”–এর বাক্য পরিবর্তন করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।আগামী জাতীয় নির্বাচনকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখতারেক রহমান বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন।দোয়া প্রার্থনাবক্তব্যের শেষে তিনি নিজের মাতা, দলের নেতা-কর্মী এবং দেশবাসীর জন্য দোয়া চান। একই সঙ্গে সম্মেলন আয়োজন করায় সম্মিলিত ইমাম–খতিব পরিষদকে ধন্যবাদ জানান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: