মেয়েটা নবনীতা দেবসেন সবুজ হক Bangla Kobita Abritti Meyeta
Автор: SABUJ HAQUE সবুজ হক
Загружено: 2026-01-31
Просмотров: 4
Описание:
আসুন শুনি তাঁর বহুল পঠিত অনন্য কবিতা "মেয়েটা"
জীবনের চারটি শক্তি তাড়া করে: দুঃখ, ভয়, প্রেম আর ক্লান্তি। প্রতিবারই সে পালায়, কিন্তু পালানোর পাশাপাশি সে নিজের ভেতরের কিছু ছুঁড়ে দিয়ে সেই শক্তিকে অন্য রূপে বদলে দেয়।
এই কবিতা বলছেন, মানুষ দুঃখ, ভয়, প্রেম, ক্লান্তি থেকে পালায় না আসলে। সে এগুলোকে রূপান্তর করে। আর সেই রূপান্তরের ভেতর দিয়েই সে নিজের গন্তব্যের দিকে এগোয়।
আমার কাছে বারবার মনে হয়েছে এখানে নিজেকে ছাড়িয়ে যাওয়ার উদ্দীপনায় আমাদের উদ্দীপ্ত করেছেন কবি দুঃখ, ভয়, প্রেম আর ক্লান্তিকে রুপক করে।
মেয়েটা
নবনীতা দেবসেন
দুঃখ তাকে তাড়া করেছিল
মেয়েটা ছুটতে, ছুটতে, ছুটতে
কী আর করে? হাতের চিরুনিটাই
ছুঁড়ে মারলো দুঃখকে
আর অমনি চিরুনির
একশো দাঁত থেকে
গজিয়ে উঠলো হাজার হাজার বৃক্ষ
শ্বাপদসংকুল সঘন অরণ্য, বাঘের ডাকে,
ছম্ ছম্ অন্ধকারে,
কোথায় হারিয়ে গেল
দুঃখ
ভয় তাড়া করেছিল তাকে
মেয়েটা, ছুটতে, ছুটতে, ছুটতে
কী করে? মুঠোর ছোট্ট আতরের শিশিটাই
ছুঁড়ে মারলো ভয়কে
আর অমনি সেই আতর ফুঁসে উঠলো
ফেঁপে উঠলো ফেনিল ঘূর্ণিতে, প্রখর কলরোলে
যোজন যোজন ব্যেপে, হিংস্র গেরুয়া স্রোতের
তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল
ভয়কে
প্রেম যেদিন ওকে তাড়া করল
মেয়েটার হাতে কিছুই ছিল না
ছুটতে, ছুটতে, ছুটতে, কী করে?
শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাকেই
ছুঁড়ে দিল প্রেমের দিকে,
আর অমনি
শ্যামল এক শৈলশ্রেণী হয়ে মাথা তুলল
সেই একমুঠো হৃদয়
ঝরনায়, গুহায়, চড়াইতে, উতরাইতে
রহস্যময়
তার খাদে, তার উপত্যকায়
প্রতিধ্বনি কাঁপছে
ঝোড়ো বাতাসের, জলপ্রপাতের
তার ঢালুতে ছায়া, আর
চুড়োতে ঝল্-সাচ্ছেন
চাঁদ সূয্যি
সেই ঝলমলে, ভরভর্তি হৃদয়টাই
বুঝি এগোতে দিলে না
তার প্রেমিকের ভীতু
প্রেমকে,
আহা
এবার ওকে তাড়া করেছে ক্লান্তি
হাত খালি, বুক খালি,
ছুটতে, ছুটতে, ছুটতে, কী করে?
এবারে মেয়েটা পিছন দিকে
ছুঁড়ে মারলো শুধু দীর্ঘশ্বাস
আর অমনি
সেই নিশ্বাসের হলকায় ফস্ করে
জ্বলে উঠল তার সমস্ত অতীত
দশদিশিতে দাউ দাউ ছড়িয়ে পড়ল
উড়ন্ত পুড়ন্ত বালির মরুভূমি
এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে,
দুই হাত মাথার ওপরে তোলা
যাক্,
এবার তাকে তাড়া করেছে, তার
গন্তব্যটাই॥
নবনীতা দেবসেন (১৩ জানুয়ারি ১৯৩৮ - ৭ নভেম্বর ২০১৯) ছিলেন বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী ও বহুমুখী মনীষী। তিনি কবি বলে পরিচিত হলেও কবিতা ছাড়াও ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক, গল্পকার, নাট্যকার, শিশু সাহিত্যের রচয়িতা এবং বিশ্বসাহিত্যের খ্যাতিমান সমালোচক ছিলেন। তাঁর লেখায় নারীর অনুভূতি, সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও মানবিক ভাবনার গভীর প্রতিফলন পাওয়া যায়।
তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পরে জাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। ঠাণ্ডা যুদ্ধের পর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে হার্ভার্ড ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন এবং পুনরায় ভারতে ফিরে জাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য (Comparative Literature) বিভাগে অধ্যাপনা করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শিল্পী জীবনের আমন্ত্রণপ্রাপ্ত অতিথি অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।
নবনীতা দেবসেন ৮০টির মতো বই লিখেছেন, যার মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, সমালোচনা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, অনুবাদ ও শিশু সাহিত্য। তাঁর প্রথম কবিতা সংগ্রহ প্রথম প্রত্যয় ১৯৫৯ সালে প্রকাশিত হয়। বামা-বোধিনী, সীতা থেকে শুরু, নাটি নবনীতা, স্রেষ্ঠ কবিতা, ভালোবাসার বারান্দা, আই অ্যানুপম ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাজ।
তিনি শুধু সাহিত্যিকই না ছিলেন, নারী লেখা ও নারীর স্বাধীন চিন্তার একজন প্রবক্তাও। লেখায় নারীর অভিজ্ঞতা, স্বাধীনতা, সামাজিক বাধা ও মানসিকতার জটিলতা তিনি গভীরভাবে অন্বেষণ করেছেন। অনেক কাজই নারীর ভয়েস ও আত্মপরিচয়ের দিকগুলো সামনে এনেছে।
তিনি অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে ১৯৫৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৭৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের দুই কন্যা সাংবাদিক অন্তরা সেন ও অভিনেত্রী নন্দনা সেন। তিনি দীর্ঘ সময় ক্যান্সারে ভুগেন এবং ৭ নভেম্বর ২০১৯ সালে কলকাতায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন, ৮১ বছর বয়সে।
TAG SEARCH:
#kobita
#bangla_kobita
#kobita_abritti
#biroher_kobita
#koster_kobita
#sad_kobita
#valobasar_kobita
#poem
#poem_recitation
#sad_poem
#bangla_poem
#poetry
#sad_poetry
#poetry_recitation
#bangla_poetry
#viral_poem
#virul_poetry
#সবুজ
#সবুজহক
#sabujhaque
#কবিতা
#বাংলা_কবিতা
#কবিতা_আবৃত্তি
#বিরহের_কবিতা
#কষ্টের_কবিতা
#ভালোবাসার_কবিতা
#ভাইরাল_কবিতা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: