মরু অঞ্চলে দিনে গরম ও রাতে তীব্র শীত অনুভূত হয় কেন?
Автор: Behind The Fact
Загружено: 2022-06-15
Просмотров: 133
Описание:
মরু অঞ্চলে দিনে গরম ও রাতে তীব্র শীত অনুভূত হয় কেন?
দিনের বেলায় সূর্য তাপ বিকিরণ করে,আর পৃথিবী সে তাপ শোষণ করে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয় । ভূ-পৃষ্ঠ যত বেশী উত্তপ্ত হবে তত বেশী গরম অনুভূত হবে, আর ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে যত বেশী শীতল হবে তত শীত অনুভূত হবে ।
বিকিরণ : যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে । আমরা সূর্য থেকে তাপ পাই । পৃথিবী ও সূর্যের মধ্যে কয়েকশ কিলোমিটার বায়ুমন্ডল ব্যতীত আর কোন জড় মাধ্যম নেই । সূর্য থেকে তাপ চৌম্বক তরঙ্গের আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে ।
মরু অঞ্চলের বায়ু শুষ্ক থাকে । এই শুষ্ক বায়ু বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে অর্থাৎ শুষ্ক বায়ুর মধ্য দিয়ে তাপ সহজে বিকিরিত হতে পারে ।
মরু অঞ্চলের দিনের বেলায় শুষ্ক বায়ুর মধ্য দিয়ে সূর্য থেকে বিকীর্ণ তাপ সহজেই ভূ-পৃষ্ঠে পৌঁছায় এবং ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয় । তাই মরু অঞ্চলে দিনে তীব্র গরম অনুভূত হয় ।
আবার রাতের বেলায় ভূ-পৃষ্ঠ তাপ বিকিরন করে । মরু অঞ্চলের শুষ্ক বায়ুর মধ্য দিয়ে এই বিকীর্ণ তাপ সহজেই বায়ুমন্ডল ভেদ করে চলে যায় এবং ভূ-পৃষ্ঠ শীতল হয় । এই জন্য রাতে তীব্র শীত অনুভূত হয় ।
phootage credit : Pixabay.com,
pixels.com
backgrounnd Music:
Come Play with Me Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 3.0 License
https://creativecommons.org/licenses/...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: