#NCPSC
Автор: thexlab bd
Загружено: 2020-06-11
Просмотров: 22714
Описание:
#কলেজ রিভিউ
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত একটি প্রতিষ্ঠান শিক্ষা নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
২০১৫ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। নতুন হওয়াতে অনেকেরই এই কলেজ সম্পর্কে ধারণা নেই। কিন্ত নতুন হওয়ার পরেও এই কলেজের একটা গল্প আছে যেটা যারা গতবছর ভর্তি হয়েছে শুধু তারাই বুঝতে পারে।
জীবনে অনেক সময় স্বপ্নকে ছুঁতে যেয়ে দূরে চলে আসতে হয় কোন নিয়মের যাত্রাকালে। নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ- NCPSC বাংলা মাধ্যম এবং যারা ইংরেজি মাধ্যমের তাদের জন্য - BANGLADESH INTERNATIONAL SCHOOL AND COLLEGE - BISC Nirjhor রয়েছে। পরিবেশ নিয়ে এখানে আসলে সবাই মোটামুটি জানে। ছবিতে এর রূপ তুলে ধরা কষ্টকর ব্যাপার তারপরও চেষ্টা করেছি। কিন্ত দিনশেষে পরিবেশ সহ লেখাপড়া একটা সেরা পরিবেশ বলবো না কারণ যারা আসবে তারা এটা নিজেরাই বুঝবে, নতুন কলেজ দেখে ব্যান্ড ভ্যালুর জায়গা থেকে অনেকে হয়তো একটু মনে চিন্তা আসবে কিন্তু পরিবেশ এ একবার ঘুরে গেলে সেটা দূর হয়ে যাবে।
🔷 পড়ালেখার মান 🔷
কলেজের পড়ালেখার ব্যাপারটায় একটু কড়া। আর সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের পড়াশোনার জায়গায় প্রথম থেকেই একদম সর্বোচ্চ। এ বছর Business Studies শুরু করা হচ্ছে সেটা একটি বিশাল সুযোগ সবার জন্যেই। কারণ পড়ালেখা সাথে সাথে ভবিষ্যতের Entrepreneur মানুষজন একটা ওয়ার্ড ক্লাস পরিবেশে নিজের স্বপ্ন দেখার জায়গা পাবে। দিনশেষে এই কলেজের শিক্ষকরা স্বপ্ন দেখায় না তুমি কি হতে চাও তারা স্বপ্ন শুনে কি হবে আর সেই পথ জয়ের জন্য একসাথে কাজ করবে এইটুকু এই পর্যন্ত আমাদের উপলব্ধি। বাকিটা হয়তো আসার পরেই বুঝবে কেন কলেজটা আন্ডাররেটেড।আসলে নতুন প্রতিষ্ঠান খোলার পর ভালো একটা সময় লাগে নামটা সবার কাছে পৌঁছাতে।এই সময় তাই আমরা চেষ্টা করছি এখনই সবার কাছে পৌছাতে যার ফলে অনেকেরই কলেজ নিয়ে কৌতূহল দূর হবে।
🔵 স্বপ্ন দেখানোর গল্প 🔵
(ক্লাব, ফেষ্ট, সহশিক্ষা কার্যক্রম)
আর্মির সব প্রতিষ্ঠানই এই বিষয়ে সবকিছুর বা সব প্রতিষ্ঠানের আগে। পড়ালেখার পাশাপাশি বাকি সব কিছুতে নিজেকে প্রমাণ করার একটা জায়গা সৃষ্টি করে দেয়।
🔷বছরে ইন্টার ক্যান্টনমেন্ট বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ক্যান্টনমেন্টের সবগুলো কলেজে। আদমজী কলেজ সহ ক্যান্টনমেন্টের কলেজগুলোর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও সহ শিক্ষা কার্যক্রম হয়। নিজেকে প্রমাণ করার এটা অবশ্যই একটি বড় প্লাটফর্ম।
🔵 নির্ঝরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ রয়েছে অনেকগুলো ক্লাব।
সব ক্লাবগুলোতে রয়েছে তাদের প্যানেল এবং সে কাজের সাথে সংশ্লিষ্ট শিক্ষক। ইতি মধ্যেই বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে পুরষ্কার প্রাপ্তির তালিকার একটি সুপরিচিত নাম আমাদের কলেজ যা সাইন্স ক্লাব এবং কলেজের পেইজে গেলে ধারনা পাওয়া যাবে।
🔵 সহযোগিতা স্বপ্ন পূরণের জন্য এটায় একটা বড় ভূমিকা রাখে আমাদের সব শিক্ষক কলেজের তরুণ এর ফলে সহজেই আমাদের চিন্তা ভাবনা গুলো বুঝতে পারে নতুন নতুন।
যার ফল হিসেবে সাইন্স ক্লাবের প্রথম যারা বিভিন্ন প্রোজেক্ট নিয়ে কাজ করেছেন সরাসরি প্রিন্সিপাল
🔵 খরচ
সহজ কথায় সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফ্রি মোটামুটি একই বলা যায়। খরচ নিয়ে এখানে কম বেশির আসলে কিছু নেই।
কোচিংসহ অনেক কিছু নিয়ে অনেকের প্রশ্ন থাকে কিন্ত এগুলো আলাদা এবং নিজের উপর নির্ভর সব কলেজেই। এখানে প্রতি ব্যাচের সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হয় অনেকে গ্রুপে লেখে হোস্টেল আছে নাকি ঢাকা সেনাবাহিনীবাসের কোন কলেজের নিজস্ব হোস্টেল নেই সহজ উত্তর। এখানে সম্পুর্ণ নিজের উপর নির্ভর করে, সকলে কলেজের আশে পাশে বিভিন্ন আবাসিক এলাকা যেখানে অনেকে মিলে বাসা নিয়ে থাকে।
🔵 লোকেশন
🔷সবচেয়ে সহজ প্রশ্ন হওয়ার পরেও এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন দেখতে পাই। সহজ করে বলি তাই।
🏁 জাহাঙ্গীর গেটের বা দিয়ে আসলেই যত বাস যায় তা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর সামনে থামে এবং এরপরই যেখানে থামে তা হলো Garrison Post-office সেখানে নামলেই নির্ঝর এরিয়া। এরপর কেউ যদি মিরপুরের সাইডের হয়,ভাষানটেক এ একটি পকেট গেট রয়েছে আর্মির, সেখান দিয়ে কলেজে আসতে পারবে। আর যারা নির্ঝর ব্রিজ চিনে তাদের চিনতে সহজ হবে ব্রিজের পরেই যে স্কুল এন্ড কলেজ রয়েছে সেটাই নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
🔵আমাদের কথা
সবগুলো বিষয়ে বলার মত এইটুকু বাকিটা হয়তো কলেজে যারা আসবে তারাই জানবে। তবে যাদের এখন মন খারাপ মন খারাপের কিছু নেই মনে রাখবে স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। হয়তো স্বপ্নের কলেজগুলোর জন্য কষ্ট হচ্ছে কিন্ত সেখানে অনেক আইডলরা পরেছে কিন্ত যদি নিজের স্বপ্নের যে মানুষটা হতে চাও সেটা হবে তখন তুমিই সেই মানুষটা হবে সবাই যাকে দেখার অপেক্ষায়।
🌸 সব কলেজগুলোই দেখবে ভালোভাবে বুঝবে গল্প পড়া যায় গল্প গড়াও যায় কোন গল্পের চরিত্রে নিজেকে খুঁজে পাবে নিজেই খুঁজে দেখ।
নির্ঝর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির আবেদন করার জন্য সর্বনিম্ন গ্রেড হলো:
সাইন্স - 4.88
কমার্স - 4.00
(4th সাবজেক্ট বাদে)।
নির্ঝর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির নির্ধারিত সিট:
🌈200 সিট (সাইন্স)
🌈 75 সিট (বিজনেস স্টাডিস)
কলেজ সম্পর্কে আরও নতুন আপডেট পেতে আমাদের ইভেন্টটির সাথেই থাকুন।ধ
ন্যবাদ।।
https://facebook.com/events/s/college...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: