ভারতের শেষ গ্রাম চিটকুল || এরপর আর কোনো জনবসতি নেই || Chitkul || Himachal ||
Автор: Travel Vlogger Sudipta
Загружено: 2025-12-04
Просмотров: 23200
Описание:
ভারতের শেষ গ্রাম চিটকুল || শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০°তে || Chitkul || Himachal ||
#chitkul #himachal #spitivalley #sangla #chitkul_tour
👉Package Booking no 👇
👉 Ranojit Saha - 9352140800 🙏
চিটকুল—হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির শেষ বসতি, আর ভারত–তিব্বত সীমান্তের ঠিক আগের গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৩২০ ফিট উচ্চতায় বসে থাকা এই ছোট্ট স্বর্গটিকে বলা হয় “India’s Last Inhabited Village”। চারদিকে বরফঢাকা পাহাড়, নীলাকাশ, আর মাঝে কলকল শব্দে বয়ে চলা বাস্পা নদী—চিটকুলের প্রতিটি ফ্রেম যেন পোস্টকার্ডের মতো সুন্দর।
গ্রামের কাঠ–পাথরের ঐতিহ্যবাহী ঘরগুলো, আপেল বাগান, আর রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা প্রাচীন দিওদার গাছ—সব মিলিয়ে চিটকুলে একটা অপার্থিব নীরবতা আছে। এখানে বাতাস এতটাই নির্মল যে আপনি সত্যিকারের পাহাড়ি শান্তির স্বাদ পাবেন। সকালবেলার আলো যখন বরফের চূড়ায় পড়ে, আর বিকেলের রোদ যখন বাস্পা নদীর জলে সোনালি আভা তোলে—তখন চিটকুল আপনাকে নিজের মতো করে আপন করে নেয়।
চিটকুল মানেই অফবিট সৌন্দর্য, শান্ত ভ্রমণ, আর প্রকৃতির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ পরিচয়। যারা ভিড়–হইচই থেকে দূরে, একটু নির্জনতা আর মুগ্ধতার খোঁজে বের হন—তাদের জন্য চিটকুলই স্বর্গের দরজা।
👉 Thank for Watching this video 🙏🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: