স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। Elon Musk - এর ইন্টারনেট চলবে তার ছাড়াই। Starlink Internet
Автор: Bisser Bissoy
Загружено: 2021-08-26
Просмотров: 1191
Описание: ২০১৯ সালের মে মাসে ৬০ টি স্যাটেলাইট পরিক্ষামুলকভাবে উতক্ষেপন করে স্টারলিংক, এবং ২০১৯ সালের ২২ অক্টেবর ইলন মাস্ক একটি টুইট করেন স্টারলিংকের ইন্টারনেট ব্যাহার করে। আর এখন পর্যন্ত প্রায় ১৭৩৭ টি স্যাটেলাইট উতক্ষেপন করে ফেলছে। তবে এখন থেকেই যুক্তরাষ্টের বিভিন্ন অঞ্চলে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার শুরু হয়ৈ গেছে। মুলত ২০২০ সালের অক্টেবর মাসে স্টারলিংক গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান শুরু করে । আর পরীক্ষামূলকভাবে স্টারলিংকের এই প্রোগ্রাম ‘বেটার দেন নাথিং বেটা’-তে অংশ নিতে ব্যবহারকারীর খরচ পড়বে ৬০০ ডলার। প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন টার্মিনাল, ট্রাইপড ও ওয়াইফাই রাউটারের জন্য ৪৯৯ ডলার আর সাবস্ক্রিপশন ফিয়ের জন্য ৯৯ ডলার ব্যয় করতে হবে। এছাড়া, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে স্টারলিঙ্কের অ্যাপও ছেড়েছে স্পেসএক্স।। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তারা এই সার্ভিস প্রদানের কার্যক্রম শুরু করে দিয়েছে। স্টারলিংক ঘোষনা দিয়েছে আগামী এক দশকে তারা মোট ৪২ হাজার স্ট্যাটেলাই স্থাপনে প্রস্তুতি নিয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: