গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার
Автор: Nagar Sangbad
Загружено: 2025-11-12
Просмотров: 4
Описание:
গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
গোয়ালবাটীর বার্ষিক রাস উৎসবের শেষ দিনে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকলো গোটা গ্রাম। প্রচারের আড়ালে থেকে দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিজেকে উৎসর্গ করে আসা গ্রামেরই প্রিয় মুখ সুকান্ত হালদার হঠাৎ করেই ঘোষণা করেন তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত।
নির্লোভভাবে মানুষের পাশে থেকে কাজ করে আসা এই মানুষটির এমন সিদ্ধান্তে স্তব্ধ হয়ে যায় উপস্থিত জনতা। কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভরাক্রান্ত কণ্ঠে তিনি পদত্যাগপত্র তুলে দেন কমিটির সভাপতি বিশ্বনাথ মহাশয়ের হাতে। সেই মুহূর্তে আবেগে কেঁদে ওঠেন অনেকেই।
গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কেউই তাঁকে থামাতে পারছিলেন না। চোখে জল, মুখে অভিমান—সব মিলিয়ে এক অনন্য মুহূর্তের সৃষ্টি হয় গোয়ালবাটীর মঞ্চে। গ্রামের প্রবীণরা জানান, “যে মানুষ নিজের স্বার্থ না দেখে সমাজের জন্য কাজ করে গেছেন, তিনি আমাদের কাছে ভগবানের মতোই।”
অন্যদিকে, সমাজের কিছু স্বার্থান্বেষী ও হিংসান্বিত মনোভাবাপন্ন মানুষের আচরণে আহত হয়েছেন সুকান্তবাবু—যা তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানা গেছে। তবে গ্রামবাসী ও সংগঠনের সদস্যদের এক কণ্ঠে দাবি, “আমরা সুকান্ত হালদারকে হারাতে চাই না। উনি আছেন বলেই আমরা আছি।”
শেষ পর্যন্ত আবেগে ভেসে ওঠে গোয়ালবাটী। সভাপতি বিশ্বনাথ মহাশয়সহ উপস্থিত সকলে একসঙ্গে অনুরোধ জানান—“ছিঁড়ে ফেলুন পদত্যাগপত্র!”
মানবিকতা, ভালোবাসা ও সমাজসেবার মেলবন্ধনে ভরপুর এই দৃশ্য প্রমাণ করে—সত্যিকারের সমাজসেবককে কখনো ভোলা যায় না; তিনি থেকে যান মানুষের হৃদয়ে, মানুষের ভালোবাসায়।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: