আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরআজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর গজলaj kenoprithibitalage etosundorgojol
Автор: Hafiz Nurjamal
Загружено: 2025-07-07
Просмотров: 1362
Описание:
Song: Aj Keno Prithita Lage Eto Sundor
Singer: Najmul Haque
Updated By: Hafiz Nurjamal official
_____________________________________________
মন ছোঁয়া গজল | আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। Aj Keno Prithibita Lage Eto Sundor| Ubaydah
_____________________________________________
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (2)
চারিদিকে নবরুপে করে ধরা ঝলমল
সেই রুপকারে দেখে হয় আঁখি দই সুশীতল
আঁখি দই সুশীতল (2)
কেটে গেছে কুৎচিত নিশিতেরো ত্রিপহর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (2)
ঐ
বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব
সবখানে কেন এত আয়োজন উৎসব
আয়োজন উৎসব (3)
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (2)
উল্লাস করে আর সাহারার লুহায়
উড়াতের জলরাশি কূলে কূলে উচলায়
কূলে কূলে উচলায় (3)
পর্বত জুড়া হতে নেমে আসে নির্ঝর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (2)
অগনিত ফেরেশ্তারা ছেড়ে সাত আসমান
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুনগান
গাহে কার গুনগান (3)
করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর ।
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (2)
মারহাবা মারহাবা সৃজনের রাখবার
এসেছেন ধরনীতে নুর নবী হযরত
নুর নবী হজরত (3)
আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর
সেই আলো অবগাহী পৃথিবীটা সুন্দর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (3)
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর
এসে কোন রুপকারে সাজানো এ চরাচর (3). _____________________________________________ #আজ_কেন_পৃথিবীটা_লাগে_এত_সুন্দর #aj_keno_prithibita_lage_eto_sundor
#Najmul_Hoqe
#Hafiz_Nurjamal
@hafiznurjamal #hafiznurjamal
_____________________________________________
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: