Assam : নাজিমা বেগমের হাতে এক দিনে চারটি প্রকল্প উদ্বোধন : U Bangla TV
Автор: U BANGLA TV
Загружено: 2024-02-12
Просмотров: 7
Описание:
অসমের বরখোলাতে জেলা পরিষদের সদস্য নাজিমা বেগমের হাতে এক দিনে চারটি প্রকল্প উদ্বোধন। ২০২২- ২৩ বিত্তর বর্ষের পুঁজি থেকে কাল রবিবার পঞ্চদশ অর্ধ আয়োগ এর অধীনে ১৩ লক্ষ টাকার ও বেশি টাকার চারটা প্রকল্প উদ্বোধন করা হয় এই উপলক্ষে পশ্চিম বড়খোলা জেলা পরিষদের সদস্য নাজিমা বেগম বরখলার পশ্চিম যারাই তোলার বুরিবাইল ৩ নম্বর ব্লকে খাবার জলের প্রকল্পের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উত্তর সোনাপুর এলপি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে ৪ লক্ষ তেত্রিশ হাজার টাকার শৌচাগার সোনাপুর সমবায় জন্যেও ৪ লক্ষ ৩৩ হাজার টাকার একটি শৌচাগার উদ্বোধন করেন তিনি। এই প্রথমবার ওই অঞ্চলের জনগণের জন্য কেউ এই ধরনের প্রকল্পের কথা ভেবেছে তার জন্য ওই অঞ্চলের জনগণ ফুলন গামছা দিয়ে নাজিমা বেগম লস্কর , নজরুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সকলকে স্বাগত জানান। ৪ টি প্রকল্প উদ্বোধন করার পর নাজিমা বেগম সংবাদ মাধ্যমের সামনে নিজের মন্তব্য তুলে ধরেন, তিনি বলেন জনসেবা জীবনের মূলনীতি হওয়া উচিত সকলের । জনপ্রিয় ভোটের দ্বারা নির্বাচিত হওয়ার পর সরকার জনগণের উন্নয়নের জন্য রূপায়ণ করা সকল প্রকল্প বিতরণ করছেন তিনি । এবং অনাগত দিনে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি ও দিয়েছেন তিনি । অপরদিকে নাজিমা বেগমের এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ওই অঞ্চলের জনগণ খুবই আনন্দ প্রকাশ করেছেন।
#assam #assamesenews #newstoday #banglanews @ubanglatvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: