পাবজি গেমস আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে|পাবজি গেমটির ৭টি ক্ষতিকর দিক
Автор: Greenlife Medicine
Загружено: 2020-07-13
Просмотров: 1325
Описание:
পাবজি গেমস আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে,
পাবজি গেমটির ৭টি ক্ষতিকর দিক রয়েছে যা আমাদের সবারই জানা উচিত,পাবজি আসক্তি থেকে মুক্তির উপায়,বাংলাদেশে হাজার যুবক আজকে পাবজি গেমে আসক্ত,stop playing pubg mobile game warning
পাবজি গেমের ক্ষতিকর দিক
দ্রুত জনপ্রয়িতার কারণে পাবজি গেমটি একদিকে যেমন আলোচিত হচ্ছে, অন্যদিকে কিছু ক্ষতিকর দিক বিবেচনায় গেমটি সমালোচিত হচ্ছে। কয়েকটি দেশে গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে এবং আরো কিছু দেশেও এই গেম নিষিদ্ধ হওয়ার আশংকা রয়েছে।
কেবলমাত্র বিনোদনের জন্য এই গেমটি খেলা হলে এটা নিয়ে কারো মাথাব্যথা থাকত না। কিন্তু গেমটি যেভাবে মানুষজনকে আসক্ত করছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। পাবজি একটা চমৎকার গেম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গেমটিতে আসক্তি একজন মানুষের যথেষ্ট ক্ষতি সাধন করে, এতেও কোনো সন্দেহ নেই।
কোন কিছুতেই আসক্তি ভালো জিনিস নয়, পাবজির ক্ষেত্রেও এটা সত্য। আর শুধু আসক্তিই নয়, পাবজি গেমটির আরো কিছু ক্ষতিকর দিক রয়েছে যা আমাদের সবারই জানা উচিত।
তো এবার চলুন জেনে নেয়া যাক গেমটির খারাপ দিকগুলি যা থেকে আমাদের সতর্ক থাকতে হবেঃ
১। চরম সহিংসতাঃ
২। আসক্তি সৃষ্টিকারকঃ
৩। সামাজিক মিথস্ক্রিয়া হ্রাসঃ
৪। শারীরিক স্বাস্থ্যের অবনতিঃ
৫। মানসিক স্বাস্থ্যের অবনতিঃ
৬। ঘুমে ব্যাঘাতঃ
৭। অন্যান্য কাজ করার সময় কমে যাওয়াঃ
শেষ কথাঃ
“পাবজি” গেমটা সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে অত্যন্ত ব্যাপকভাবে। পাশাপাশি এই গেমে আসক্ত মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। গেমটাতে আসক্তি আপনার জীবনটাকে বিষিয়ে তুলতে পারে অনেক সহজে। আপনার কর্মজীবনের ক্ষতিসাধন করতে এই গেমে আসক্তিই যথেষ্ট।
যেইসব ছাত্ররা এই গেম খেলে, তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিনদিন তাদের ফলাফল নিচের দিকে যাচ্ছে। তাই সবারই উচিৎ এই ব্যাপারে সতর্ক থাকা, গেমটাতে আসক্তি পরিহার করা। নিজের প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পরই কেবল কিছু সময় পাবজি খেলার কথা চিন্তা করা উচিৎ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: