মিরসরায়ের অন্যতম সেরা ট্রেইল ও ঝর্না নাপিত্তাছড়া । Napittachora Trail
Автор: Travel Diary
Загружено: 2021-10-23
Просмотров: 389
Описание:
চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত আরেকটি অতি জনপ্রিয় ঝর্নার নাম হল নাপিত্তাছড়া ঝর্ণা । বিগত কয়েক বছর ধরে অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের কাছে যেসব ঝর্ণা আকর্ষণীয় এবং উপভোগ্য ,তাদের মধ্যে অন্যতম মিরসরাইয়ের এই নাপিত্তাছড়া ঝর্ণা। সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলের ঝর্ণাগুলোর মধ্যে খৈয়াছড়ার পর এ ঝর্ণায় সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা। নাপিত্তাছড়ার রূপ-লাবণ্য এবং সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই দেশের
বিভিন্ন প্রান্তের পর্যটকেরা এখানে এসে ভিড় জমান। স্বচ্ছ পানির নিচে ছোট ছোট পাথরের সমন্বয় আপনাকে মনে করিয়ে দেবে সিলেটের বিছানাকান্দি কিংবা জাফলংয়ের কথা।
পাথরের বিছানায় শুয়ে থাকা স্বচ্ছ জলে পা ভিজিয়ে অনুভব করতে পারেন এক শীতল অনুভূতি। নাপিত্তাছড়া বলতে আমরা একটি ঝর্ণা বুঝলেও এখানে মোট তিনটি ঝর্ণা রয়েছে। ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথ, ছড়া সবমিলিয়ে একে নাপিত্তাছড়া ট্রেইল বলা হয়। ঝর্ণা তিনটির নাম নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও মূলত কুপিকাটাখুম, মিঠাছড়া, বাঘবিয়ানী নামত্রয় বেশ পরিচিত।
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে যাত্রা করে নাপিত্তছড়া আসা যায়। ঢাকা থেকে যেকোনো বাসে করে চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ারীবাজারে নামতে হবে।
এছাড়া ট্রেনেও চট্টগ্রাম নেমে মিরসরাইয়ের নয়দুয়ারীবাজারে আসা যায়। তাছাড়া চট্টগ্রামের অলংকার থেকে বাসে নয়দুয়ারীবাজার যেতে পারবেন। নয়দুয়ারী বাজারে নেমে সেখান থেকে
স্থানীয় গাইড নিয়ে অথবা নিজেই নাপিত্তাছড়া ঝর্ণায় চলে যেতে পারেন। নয়দুয়ারী থেকে হেঁটে যেতে ১ ঘন্টা লাগতে পারে তবে ৩টি ঝর্না একসাথে উপভোগ করতে চাইলে ২ ঘন্টা লাগবে।
#মিরসরায়ের অন্যতম সেরা ট্রেইল ও ঝর্না নাপিত্তাছড়া । Napittachora Trail #vlog43
facebook page : / traveltogobd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: