কবিতা: মানবতা জ্বলে অনলে ▻ কবি: মুসাফির মজনু ▻ Foysal Aziz’s Recitation
Автор: VoiceArt
Загружено: 2021-04-06
Просмотров: 377
Описание:
ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: [email protected]
কবিতা : মানবতা জ্বলে অনলে (Poem: Manobota jawle Onole)
কবি : মুসাফির মজনু (Poet : Musafir Mojnu )
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
একটি পোড়া বাড়ি আর ভস্মীভূত স্তুপের ধোঁয়া বলে,,,
কতটা নিচে নেমে গেছি আজ!
ব্যবসায়ী মানবতার কাবাব বানায় কেমিক্যালের আগুনে;
রাষ্ট্রতন্ত্র চোখে টিনের চশমা লাগিয়ে কানামাছি খেলে।
ঐদিকে জ্বলে যায় মা-বাবা, ভাই-বোন!
সন্তান খোঁজে মাকে আগুনের লেলিহানে,,,
মা খোঁজে বাবার কাছে বাঁচার উপায় অনলে,,,
বাবা বেলকুনিতে হাতছানি দেয় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে;
একটু বাঁচতে দাও, একটু শান্তি দাও, একটু নিরাপদে নাও।
কোথায় সমাজ, কোথায় রাষ্ট্র, কোথায় মানবতা?
সব কিছু পুঁজিবাদের গুদামে বোঝাই।
মা মমতা নিয়ে সন্তান আগলে রেখে আগুনে জ্বলে;
বাবা শিশুকে গ্রিলের ফাকে ঝুলিয়ে জ্বলে-পুড়ে ছাই।
তথাকথিত সুশীল আর মানবতা কোথায়?
ভয়ংকর ব্যবসার ফাঁদে, অপরিকল্পিত নগরায়নের কাঁধে, মানবতা কাঁদে।
মানুষের পোড়া মাংসের গন্ধ, হাড় জ্বলা কয়লার ধোঁয়া পৌঁছায় না সচিবালয়ে, হাইকোর্টের বারান্দায়, আইনের আঙ্গিনায়।
আর কত অনিয়ম চলবে!
আর কত মানবতা জ্বলবে!
আর কত মমতা কাঁদবে!
এবার থামাও নিত্য অসুরের,
ব্যবসায়ী রাবণকে অগ্নিদগ্ধ করো, কেমিক্যালে পুড়িয়ে দাও তাদের কালো হাত।
বাঁচতে চায় বাবার স্নেহ, মায়ের মমতা, পরিবারের ভালোবাসা, একটুখানি মানবতা।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: