গ্রামের শিশু মাটি দিয়ে কি বানিয়ে খেলছে?(Village children playing with mud)
Автор: Green Pond
Загружено: 2025-06-23
Просмотров: 86
Описание:
গ্রামের শিশুর কাদামাটি দিয়ে খেলা :
বিকেল বেলা ঘর থেকে বের হলাম একটু হাটতে।
সামনে একটি পুকুর। পুকুর ঠিক বলা যায় না।এই
ডোবার মতো আরকি।
দেখি৫/৬ বছরের একটি শিশু খুব মনোযোগ দিয়ে ঐ
ডোবার কাদামাটি দিয়েই কি যেন বানাচ্ছে। দূর থেকে
কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম। তারপর জিজ্ঞেস করলাম কি বানাচ্ছো?
হেসে দিয়ে বলল,পুকুর বানাই।
আমি অবাক হলাম। পুকুরের ভেতর পুকুর।
ও আবার হেসে বলল হ্যাঁ।
ও আমাকে খুব পছন্দ করে। কারণ গ্রামে গেলেই আমি এই সব শিশুদের জন্য চকলেট, বিসকুট ইত্যাদি
নিয়ে যাই।আর ওরা খুব আনন্দ পায়।আর কেউ নাকি
ওদের এরকম দেয় না।
ও বেশির ভাগ জামা ছাড়াই থাকে।তাই ভিডিও তে
ওকে দেখাইনি।কিছুক্ষন পর মা এসে জোর করে নিয়ে গেলো।অনেক বেলা হয়েছে। আর খেলা যাবে না।
কি সহজ সরল গ্রামীন জীবন।
আল্লাহ হাফেজ
২৩.০৬.২০২৫
(The video was recorded on June 9, 2025 from Bharyi village, Tangail, Bangladesh.)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: