“সিজদাহ—আল্লাহর দরবারে সবচেয়ে সুন্দর আত্মসমর্পণ।”
Автор: সত্যের সফর
Загружено: 2025-11-22
Просмотров: 762
Описание:
সিজদাহ শুধু নামাজের একটি অংশ নয়; এটি বান্দার অন্তরের গভীরতম বিনম্রতা ও ভক্তির প্রকাশ। যখন একজন মুমিন আল্লাহর সামনে মাথা নত করে সিজদাহে যায়, তখন পৃথিবীর সমস্ত অহংকার ও গর্ব তার কপালের মাটিতে লীন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মানুষ সবচেয়ে কাছাকাছি হয় তার রবের। সৃষ্টির সব বন্ধন, দুঃখ-কষ্ট, ভয়—সব ভুলে গিয়ে সে অনুভব করে এক অনাবিল শান্তি।
আল্লাহর দরবারে সিজদাহই হলো সবচেয়ে সুন্দর আত্মসমর্পণ। এখানে নেই কোনো জোর, নেই কোনো ভীতি—আছে শুধু ভালোবাসা, আস্থা আর সম্পূর্ণ ভরসা। বান্দা তাঁর সব চাওয়া, সব দুর্বলতা, সব আশা, সব স্বপ্ন একমাত্র আল্লাহর কাছে সোপর্দ করে দেয়। সিজদাহর মাটিতে গড়িয়ে পড়ে মানুষের অহংকার, আর তার হৃদয়ে জন্ম নেয় ঈমানের তাজা সুবাস।
সিজদাহ এমন এক অবস্থা—
যেখানে চোখের পানি দোয়ার ভাষা হয়ে যায়,
হৃদয়ের কাঁপুনি হয়ে ওঠে ইবাদতের প্রমাণ,
আর আল্লাহর রহমত বান্দাকে ঢেকে ফেলে ভালোবাসার উষ্ণতায়।
তাই সিজদাহ শুধু শারীরিক নত হওয়া নয়—এটি আত্মার পরম মুক্তি, হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যের সবচেয়ে সুন্দর পথ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: