Part 5: প্রকৃত ইসলামের খোঁজে ! ইসলামে যুদ্ধবন্দী ও হত্যা !!
Автор: Mufassil Islam
Загружено: 2020-05-15
Просмотров: 8639
Описание:
#Bangladesh#BanglaWaj#Islam
যুদ্ধ বন্দিদের প্রতি আচরণ নিয়ে নবী করিম (সা:) কে অনেক মিথ্যা অপবাদ দিতে ট্রল করে অমুসলিম, নাস্তিক ও মুসলিম বিদ্বেষীরা।এদের গঠনমূলক সমালোচনা করতে গিয়ে ইতিহাসের অনেক তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। সেই সময়ের ভৌগলিক, রাজনৈতিক ও তুলনামূলক ধর্মতত্ব নিয়ে পড়াশুনা না থাকায় অনেকে সেই ক্ষেত্রে বিফল হচ্ছেন। উমায়াদ খেলাফত আব্বাসী খেলাফতের সময়ে অসংখ্য খ্রিস্টান ও ইহুদি বংশোদ্ভূত মানুষ মুসলিম হওয়ায় অনেকেই তাদের বিশ্বাসে বাইবেলের কোন কোন বিষয় কোরআন নাজেলের পর সেগুলো নিষিদ্ধ হয়েছে তা তারা বুঝতেন না। অনেক ক্ষেত্রে অনেক মোনাফিক মুসলিম ফিকাহ লিখার সময় সেই সব খ্রিস্টান ইহুদি আকিদা সুচারুভাবে ঢুকিয়ে দিয়েছিল। কোরআন ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে নাজেল হয়। সেই আয়াতগুলো কখন এসেছিল এবং কোন পরিপ্রেক্ষিতে তা বুজতে না পারলে ইসলামের প্রকৃত অনুশাসন বোঝা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে সাহাবারা (রা) অনেক কিছু করেছেন যা আপনার কাছে অমানবিক মনে হতে পারে কিন্তু ভালো করে গবেষণা করলে দেখবেন তা পরবর্তীতে কোরআনের আয়াত এসে বা হাজরাত মুহাম্মদ (সা:) এর নির্দেশনায় নিষিদ্ধ করা হয়েছে। প্রকৃত সাহাবারা (রা:) হজরত মুহাম্মদ (সা:) এর মৃত্যুর পর তাদের নির্দেশনায় প্রকৃত ইসলাম স্পষ্ট করার চেষ্টা করেছেন । অনেক মুখোশধারী মুসলিমরা সেই প্রকৃত সাহাবাদের উপর অনেক ক্ষেত্রে নির্মম অত্যাচার চালিয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য অনেক ক্ষেত্রে আমরা সেগুলো ধরতে পারি না। যুদ্ধ বন্দিদের প্রতি আচরণ সেই বিষয়গুলোর একটি। যুদ্ধ বন্দি নারীদের ব্যাপারে ইসলামের প্রকৃত অনুশাসন নিয়ে আরেকটি পর্ব করার ইচ্ছা রাখি। এই পর্বে মূলত যুদ্ধ বন্দিকে হত্যার বিষয়টি আলোচিত হলো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: