ধর লও রে ঈশ্বরের প্রেম, যীশু ডাকেন আয়
Автор: Christian Life
Загружено: 2024-12-01
Просмотров: 289
Описание:
ধর লও রে ঈশ্বরের প্রেম, যীশু ডাকেন আয়
#Christmassong #Christian #বড়দিনেরগান
কীর্তন―তাল একতালা
ধর লও রে ঈশ্বরের প্রেম, যীশু ডাকেন আয়;
প্রাণের যীশু ডাকেন আয়, ও ভাই প্রভু ডাকেন আয়।
এ প্রেম যেবা নিল, মুক্ত হ’ল সকল পাপ-দায়।
এ প্রেম স্বর্গপুরে, মর্ত্যপুরে, সকলে মাতায়।
এ প্রেম হৃদয় ভরে, নিলে পরে, সকল দুঃখ যায়।
এ প্রেম ভবে এসে, মানুষ বেশে, পাপীকে তরায়।
এ প্রেম মানবকুলে, প্রকাশ হল খুঁজলে সবে পায়।
এ প্রেম যারে মাতায়, করে মাথায়, এই প্রেম বিলায়।
এ প্রেম ধনী মানি, সকল জনে অভিন্ন করায়।
এ প্রেম কলসী কলসী ঢাল, তবু না ফুরায়।
এ প্রেম যে পেয়েছে, সেই মেতেছে, কিছু নাহি চায়।
যীশু আপনি মালি, মাথায় ডালি, প্রেমধন বিলায়।
তাঁকে ধর যদি বাঁচবে তুমি, হতে নরক দায়।
#Christian life #Christmassong #বড়দিনেরগান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: