Student Unique Id Part 1|শিক্ষার্থীদৈর ইউনিক আইডি Student Unique ID| Unique Id
Автор: S.ALAM ACADEMY (Learn With Fun)
Загружено: 2021-10-08
Просмотров: 1557
Описание:
Student Unique Id Part 1|শিক্ষার্থীদৈর ইউনিক আইডি Student Unique ID| Unique Id.
শিক্ষার্থীদৈর ইউনিক আইডি, Student Unique ID
#শিক্ষার্থীদৈর||ইউনিক||আইডি
#StudentUniqueID
শিক্ষার্থী প্রোফাইল প্রণয়ন ছকে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, উপজেলা, জেলা, ইএমআইএস নম্বর দিতে হবে। শিক্ষার্থীর নাম বাংলায় ও ইংরেজি অক্ষরে লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ, জন্মস্থান (জেলা), জেন্ডার (নারী পুরুষ ও অন্যান্য), জাতীয়তা, ধর্ম উল্লেখ থাকতে হবে। শিক্ষার্থী কোনও শ্রেণিতে অধ্যয়নরত এবং কোন শাখায় তাও উল্লেখ করতে হবে রোল নম্বরসহ। কাব স্কাউট সদস্য কিনা তাও জানাতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী তা উল্লেখ করতে হবে। উল্লেখ করতে হবে শিক্ষার্থীর রক্তের গ্রুপ । ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী হলে গোষ্ঠীর নাম উল্লেখ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে মা ও পরে বাবার নাম বাংলায় এবং ইংরেজি অক্ষরে লিখতে হবে। এনআইডি নম্বর অথবা জন্ম-নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং মাতা ও পিতার পেশাসহ মৃত কিনা তাও উল্লেখ করতে হবে। পিতা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য দিতে হবে একইভাবে দিতে হবে। অভিভাবকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করতে হবে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বিভাগ, জেলা, উপজেলা/থানা, পোস্ট অফিস ও পোস্ট কোড। সিটি করপোরেশন হলে বাসার হোল্ডিং নম্বর, ওয়ার্ড মহল্লা, রাস্তার নাম নম্বর পোস্ট অফিস ও পোস্ট কোড নম্বর উল্লেখ করতে হবে।
Study Solution The YouTube channel is an educational channel. Various videos related to an educational is uploaded. Education is advised. ইউটিউভ চ্যানেলটি একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে। শিক্ষা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। আমাদের এই চ্যানেল তৈরি করা হয়েছে ছাত্রদের সাহায্য করতে যাতে করে তারা তাদের পরীক্ষায় ভাল করতে পারে এবং এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: