নারীর নামেই প্রথম মসজিদ ঢাকায়! | BINAT BIBIR MOSQUE
Автор: Barta Kakkho
Загружено: 2022-11-03
Просмотров: 557
Описание:
ঢাকা মসজিদের শহর। এ শহরে প্রায় ১০ হাজার মসজিদ রয়েছে। তবে আশ্চর্যে বিষয় হচ্ছে একজন নারীর নামেই প্রথম মসজিদ নির্মাণ হয়েছিলো ঢাকায়। এ মসজিদ ঢাকার ঐতিহ্য ও গর্বের স্মারকস্তম্ভ। পুরান ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াৎ বেপারির পুলের উত্তর দিকে অবস্থিত রাজধানীর প্রথম মসজিদ । শিলালিপির তথ্য অনুযায়ী ১৪৫৭ সালে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ এ মসজিদ নির্মাণ করেন। প্রায় সাত কাঠা জায়গায় নির্মিত চারকোণা মসজিদটির আদি গঠনশৈলীতে একটি কেন্দ্রীয় গম্বুজ থাকলেও ১৯৩০ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার সংস্কারকালে আরও একটি গম্বুজ যুক্ত করা হয়। কালের বিবর্তনে মসজিদটি তার সৌন্দর্য হারালেও ঢাকার প্রথম মসজিদ হিসেবে এর ঐতিহ্য মোটেও কমেনি। এখনও দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন মসজিদটি একনজর দেখতে।
এতক্ষণ যে মসজিদের বর্ণনা শুনলেন তার নাম হচ্ছে বিনত বিবি জামে মসজিদ। মসজিদের ১০ গজ দূরেই বিনত বিবি ও তার বাবার মাজার রয়েছে।
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, বিনত বিবির মসজিদই ঢাকার সবচেয়ে পুরনো মুসলিম স্থাপত্য নিদর্শন। এটিই রাজধানী ঢাকর প্রথম মসজিদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: