অশোকনগরে হুঙ্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের | Bikashranjan Bhattacharyya | Ashoknagar
Автор: DESH O EISHOMOY
Загружено: 2022-09-05
Просмотров: 4326
Описание:
আজ হোক বা কাল সব দু্র্নীতির আসল মাথা জেলে ঢুকবেই : বিকাশরঞ্জন ভট্টাচার্য্য
উত্তর ২৪ পরগনা ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এমপ্লয়ীজ ইউনিয়নের নবম জেলা সম্মেলন গত দু'দিন ধরে অনুষ্ঠিত হলো অশোকনগরের জয়জয়ন্তী সভাগৃহে। সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় অশোকনগরের গোলবাজারে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। তিনি বলেন "চোর ধরার বদলে প্রতিবাদীদের আটক করছে এ রাজ্যের পুলিশ। তার নবতম উদাহরণ বর্ধমানের ঘটনা। শুধু জেলে আটক নয় তাদের উপরে নৃশংস আক্রমণ নামিয়ে আনছে এ রাজ্যের সরকারের পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চাইতে গিয়ে বহু বিরূপ মন্তব্য শুনতে হয়েছে, মুখ্যমন্ত্রী সরাসরি আমার নাম করে বিরূপ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আজ হোক আর কাল হোন সব দু্র্নীতির আসল মাথা জেলে ঢুকবেই, তাকে জেলে না ঢোকানো পর্যন্ত আমার এ লড়াই থামবে না। এদিনের এই সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী, পার্টি নেতা বাবুল কর, সত্যসেবী কর, গোপাল দত্ত সহ সংগঠনের নেতৃত্ব। অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন আজকের এই সমাবেশে।
মাছ ব্যবসায়ী বাড়িতে সিআইডি হানা প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সিআইডির কাছে খবর ছিল আগে থেকেই সিবিআই যাবে তাই তথ্য গোপন করবার চেষ্টা তাই তৎপরতার সাথে সিআইডি পৌঁছে গিয়েছেন তবে কোন লাভ হয়নি এত টাকা। আমার মতে সিআইডিকে উচিত সমস্ত তথ্য সিবিআই এর হাতে তুলে দেওয়া উচিত।
তৃণমূল নেতা তাপস রায় মন্তব্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন,আমি বলব যত তাড়াতাড়ি তৃণমূলের সাথে সম্পর্ক ছেদ করবেন ততই একজন ব্যক্তির পক্ষে সুবিধা।
#CBI #ashoknagarkalyangarh
#Bikashranjanbhattacherjee #CPIM #Mamatabanerjee #TMC #Politics
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: