সপ্তম শ্রেণির বাংলা কবিতা রবীন্দ্রনাথের মাঝি
Автор: Online Classes Rampur High School
Загружено: 2023-01-05
Просмотров: 54195
Описание:
সপ্তম শ্রেণির বাংলা
সাহিত্য পড়ি লিখতে শিখি
কবিতা পাঠ
মাঝি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে-
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে;
জাল টেনে নেয় জেলে,
গোরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।
সন্ধে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে
শুধু রাতদুপরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউডাঙাটার ’পরে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
শুনেছি ওর ভিতর দিকে
আছে জলার মতো।
বর্ষা হলে গত
ঝাঁকে ঝাঁকে আসে সেথায়
চখাচখী যত।
তারি ধারে ঘন হয়ে
জন্মেছে সব শর;
মানিকজোড়ের ঘর,
কাদাখোঁচা পায়ের চিহ্ন
আঁকে পাঁকের পর।
সন্ধ্যা হলে কত দিন মা,
দাঁড়িয়ে ছাদের কোণে
দেখেছি একমনে-
চাঁদের আলো লুটিয়ে পড়ে
সাদা কাশের বনে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
এপার ওপার দুই পারেতেই
যাব নৌকো বেয়ে।
যত ছেলেমেয়ে
স্নানের ঘাটে থেকে আমায়
দেখবে চেয়ে চেয়ে।
সূর্য যখন উঠবে মাথায়
অনেক বেলা হলে-
আসব তখন চলে
‘বড়ো খিদে পেয়েছে গো-
খেতে দাও মা’ বলে।
আবার আমি আসব ফিরে
আঁধার হলে সাঁঝে
তোমার ঘরের মাঝে।
বাবার মতো যাব না মা,
বিদেশে কোন্ কাজে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
জীবনের সঙ্গেঙ্গে সম্পর্ক খুঁজি :
‘মাঝি’ কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক
খুঁজে পাও কি না, তা নিচে লেখো।
উত্তর : ‘মাঝি’ কবিতাটির সাথে আমার জীবনের একটা মিল রয়েছে। নিচে তা লেখা হলোঃ
‘মাঝি’ কবিতায় যেমন বলকটি তার মাকে বড় হয়ে মাঝি হওয়ার ইচ্ছার কথা বলছে, আমিও আমার মাকে একদিন আমার জীবনের লক্ষ্য বা বড় হয়ে আমি কি হতে চাই তা বলেছিলাম। আমি বড় হয়ে ডাক্তার হয়ে কিভাবে দরিদ্র রোগীদের সেবা দিবো তা মাকে বলেছিলাম। মা আমাকে দোয়া করেছিলেন।
★ 'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম' গানের মূল বক্তব্য ৭ম শ্রেণির বাংলা
• 'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম' গানের মূল বক্তব্য ...
★ পিরামিড প্রবন্ধের মূল বক্তব্য বা নিজের ভাষায় লেখা বা সংক্ষিপ্তরূপ ৭ম শ্রেণির বাংলা
• পিরামিড গল্প নিজের ভাষায় লেখা বা সংক্ষিপ্ত...
★ মাঝি কবিতার ভিডিও :
১. সপ্তম শ্রেণির বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাঝি
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা রবীন্দ্রনাথের মাঝি
২. মাঝি কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• মাঝি কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির ব...
৩. ৭ম শ্রেণির মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
• মাঝি কবিতার অনুশীলনমূলক কাজ মিল-শব্দ খুঁজি
৪. ‘মাঝি’ কবিতাটির সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
• 'মাঝি' কবিতার সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
★ ময়নামতির চর কবিতার ভিডিও :
১. সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর (অনুশীলনমূলক কাজ সহ)
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা ময়নামতীর চর
২. ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা
• ময়নামতির চর কবিতার মূলভাব ৭ম শ্রেণির বাংলা...
৩. 'ময়নামতির চর' কবিতার সাথে জীবনের সঙ্গে সম্পর্ক
• 'ময়নামতির চর' কবিতার সাথে জীবনের সঙ্গে সম্...
★ ঢাকাই ছড়ার ভিডিও :
১. সপ্তম শ্রেণির বাংলা ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর রায়
• সপ্তম শ্রেণির বাংলা ঢাকাই ছড়া অন্নদাশঙ্কর ...
২. ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• ঢাকাই ছড়ার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
★ নোলক কবিতার ভিডিও :
১. ৭ম শ্রেণির জন্য কবি আল মাহামুদের কবিতা নোলক
• ৭ম শ্রেণির জন্য কবি আল মাহামুদের কবিতা নোলক
২. নোলক কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির বাংলা
• নোলক কবিতার মূলভাব বা গদ্যরূপ ৭ম শ্রেণির ব...
★ছিন্নমুকুল কবিতার ভিডিও :
সপ্তম শ্রেণির বাংলা কবিতা ছিন্নমূকুল
• সপ্তম শ্রেণির বাংলা কবিতা ছিন্নমূকুল
যোগাযোগের বিবেচ্য বিষয় সপ্তম শ্রেণির বাংলা
• যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সপ্তম শ্রে... IXYIgzI
Class Seven English Lesson 1 Dream School
• Class Seven English Lesson 1 Dream School
Class Seven English Lesson 2 Affixation Prefix Root word and Suffix
• Class Seven English Lesson 2 Affixation
Class Seven English Lesson 1 Dream School
• Class Seven English Lesson 1 Dream School
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: