শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত – প্রথম ভাগ ·ভক্তি করলেই হবে না — কেমন ভক্তি হলে ঈশ্বর দর্শন সম্ভব? ·Podcast
Автор: Spiritual Bulletin Extras
Загружено: 2025-06-27
Просмотров: 408
Описание:
“ভক্তি করলেই হবে না — কেমন ভক্তি হলে ঈশ্বর দর্শন সম্ভব?”
এই পর্বে ঠাকুর একেবারে খোলাখুলি বলেন — কাঁচা ভক্তি বা নিয়মগত ভক্তি দিয়ে ঈশ্বর দর্শন হয় না।
যতক্ষণ না মন হয় “রাগভক্তি”-তে — “প্রেমে গলে যাওয়া ভক্তিতে” — ততক্ষণ ঈশ্বর ধরা দেন না।
তিনি বলেন —
“যেমন ভিজে দেশলাই জ্বলে না, তেমনি বিষয়ের টানে ভেজা মন জ্বলবে না। ঈশ্বরকে দেখতে হলে চাই প্রেম, অঞ্জন, কাঁদা চোখ — চাই তাঁর প্রতি প্রেমের পাগলামো।”
এই পর্বে ঠাকুর আলাদা করে তিন ধরনের ভক্তি বোঝান:
বৈধী ভক্তি: নিয়মের জপ-তপ, যা কেবল হাওয়ার জন্য পাখা।
রাগভক্তি: যেখানে প্রেম আপনিই আসে — আর তখন পাখা ফেলে দেওয়া যায়।
পাকা ভক্তি: যেখানে আর বিষয় টানে না, মনের ছুঁচ ঈশ্বর চুম্বকের দিকে আপনিই ছুটে যায়।
শেষে ঠাকুর বলেন —
“ভক্তি আসলেই হয়, তবে তা হতে হবে রাধার চোখ দিয়ে, মা-ছেলের ভালোবাসায়, স্ত্রী-স্বামীর আত্মিক প্রেমে।
তা না হলে শুধু উপদেশে কিছু হয় না। মন তখন শুধুই কাঁচ, কোনো ছবির ছাপ থাকে না।”
✨ Note:
This podcast is narrated with an AI voice designed to reflect devotional emotion and spiritual intensity.
Tone variations may exist — please listen with a surrendered heart.
📚 Source:
মূল গ্রন্থ – শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত
লেখক: শ্রীম (মাহেন্দ্রনাথ গুপ্ত)
উৎস: Public domain Bengali archive
📜 Disclaimer (Fair Use Notice):
This content is made for educational, devotional, and spiritual learning under fair use.
All rights remain with the original author and tradition.
Narrated and presented by Spiritual Bulletin.
#kathamrita
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: