কিয়ামত কত কাছে? জানতে হলে ভিডিওটি দেখুন।
Автор: Nur er Poth
Загружено: 2025-11-05
Просмотров: 946
Описание:
কিয়ামতের নিকটতা সম্পর্কে কুরআনের দৃষ্টিতে
আল্লাহ তাআলা বলেনঃ
“মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে।”
— (সূরা আল-আম্বিয়া ২১:১)
আরেক জায়গায় বলেনঃ
“তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে— কখন আসবে তা? বলো, এর জ্ঞান কেবল আমার রবের কাছেই রয়েছে; সময় হলে তিনিই তা প্রকাশ করবেন।”
— (সূরা আল-আ‘রাফ ৭:১৮৭)
অর্থাৎ কিয়ামতের নির্দিষ্ট সময় কেউ জানে না— শুধু আল্লাহই জানেন।
---
🌠 কিয়ামতের ছোট ছোট আলামত (Minor Signs)
রাসূলুল্লাহ ﷺ বহু ছোট আলামতের কথা বলেছেন, যেগুলোর অনেকগুলো আজ দেখা যাচ্ছে বা দেখা গেছে। যেমনঃ
1. অবিশ্বাস ও অশ্লীলতার প্রসার।
2. মিথ্যা, সুদ, ঘুষ ও প্রতারণার বৃদ্ধি।
3. দুনিয়াবি প্রতিযোগিতা ও বিলাসিতার দৌড়।
4. মাতাপিতার অবাধ্যতা এবং বন্ধুকে শ্রদ্ধা করা।
5. মসজিদগুলো সুন্দর করা, কিন্তু নামাজে মন না থাকা।
6. যুদ্ধ, ভূমিকম্প, ও প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি।
7. যেসব মানুষ আগে অনপঠিত ছিল, তারা নেতৃত্ব দেবে।
---
🔥 কিয়ামতের বড় বড় আলামত (Major Signs)
বড় আলামতগুলো ঘটলে কিয়ামত একেবারেই নিকটে হবে। যেমনঃ
1. দাজ্জালের আগমন।
2. ঈসা (আঃ)-এর পৃথিবীতে অবতরণ।
3. ইয়াজুজ-মাজুজের বেরিয়ে আসা।
4. তিনটি বড় ভূমিকম্প (পূর্ব, পশ্চিম ও আরব ভূমিতে)।
5. ধোঁয়া (দুখান) আকাশে ছেয়ে যাবে।
6. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে।
7. একটি অগ্নি ইয়েমেন থেকে বেরিয়ে মানুষকে সমাবেশস্থলে (মহাশূর) তাড়াবে।
---
💭 সংক্ষেপে বলা যায়:
কিয়ামত খুব কাছেই, কারণ এর অনেক ছোট আলামত ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। বড় আলামতগুলোও ধীরে ধীরে আসার অপেক্ষায়। তবে সঠিক সময় শুধু আল্লাহই জানেন।
আমাদের করণীয় হলো —
তাওবা করা, নামাজ ও আমল দৃঢ় করা, অন্যায় ও পাপ থেকে দূরে থাকা, এবং কিয়ামতের প্রস্তুতি নেওয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: