দহন (বঙ্গবন্ধু ও বাংলাদেশ)
Автор: রাজু গমেজ (মাষ্টার) Raju Gomes (master)
Загружено: 2025-02-08
Просмотров: 129
Описание:
কথাঃ রাজু গমেজ (মাষ্টার)
সুর-সংগীত ও কন্ঠঃ AI
দু'চোখে অশ্রু
হৃদয়ে অবারিত রক্তক্ষরন.....
আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ
জয় বাংলার এ-কী পতন?
দেশজুড়ে চলছে একাত্তরের
পরাজিত শক্তির ক্ষমতার
উলঙ্গ প্রদর্শন ;
মুক্তি যোদ্ধাদের ভাষ্কর্য ভেঙ্গে
করছে তারা,
স্বাধীনতার চরম উলঙ্ঘন।।
আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ
জয় বাংলার এ-কী পতন?
বেগম রোকেয়ার মুখে
চুনকালী মেখে,জানান দিচ্ছে
তাদের নিঃসরন,
রাজাকার শাবকেরা মাথা তুলে
দাড়াবার পেয়ে
গেছে নতুন অবলম্বন।।
আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ
জয় বাংলার এ-কী পতন??
ধানমন্ডি বত্রিশ কিংবা
জয়নুলের আবক্ষ মূর্তি ভাঙ্গা
তারা করছে সমর্থন,
দেশের শত্রু মৌলবাদের পক্ষ
নিয়ে এরা করছে
ক্ষমতার রস-আস্বাদন।।
সোনার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ
জয় বাংলার এ-কী পতন?!
হায়!! জাতির জনক বঙ্গবন্ধু
তোমার অপমানে দাঁতকেলিয়ে
ওরা হাসছে সারাক্ষণ...
হায়!! বাঙালী জাতী -জনকের
লাঞ্ছনায় -এত টুকুও
কাঁদলোনা তোমার মন....
হায় বাংলাদেশ জয়বাংলার বাংলাদেশ
বীরের জাতীর এ-কী অধঃপতন
আজ নষ্টের দল সাফাই দিয়ে
সব নষ্টামির গায়ে জড়াচ্ছে
ন্যায্যতার আভরণ
একাত্তরের পরাজয়ের
প্রতিশোধের আগুনে জ্বলছে
নেই বিবেক দংশন।।
আমার সোনার বাংলা,প্রিয় বাংলাদেশ
জাতীর বিবেক সইছে তীব্র দহন।।
০৬-০২-২০২৫
বি-বাড়িয়া
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: