ভালোবাসি বলতেপারছি না by নাজনীন নাহার তন্বী |লেখা-স্বপ্নীল চক্রবর্তী ||Bhalobasi bolte parchi na ||
Автор: Nazneen Nahar Tonwy
Загружено: 2021-01-31
Просмотров: 89
Описание:
তোমাকে আমি এখনই "ভালোবাসি" বলতে পারছি না;
আমার বারান্দা, কলতলা,ছাদের বাগান,বইয়ের তাক, যাদের আমি ভালোবাসি কোথাও আমি তোমার গন্ধ পাইনি।
আমার চায়ের কাপের যেখানটায় আমি আয়েশ করে চুমু দিই,
আমার ছাল উঠে যাওয়া স্যান্ডেল,দম ফুরিয়ে যাওয়া হাতঘড়ি কোথাও আমি তোমার স্পর্শ পাইনি।
তোমাকে আমি এখনই "ভালোবাসি" বলতে পারছিনা;
যে চেয়ারে আমার দুপুর গড়িয়ে যায়;
যে রাস্তায় হাটলে আমার রাতের খেয়াল থাকে না;
যে শার্ট টা আর পরবো না পরবো না বলেও রোজ গায়ে দিই;
যে সিগারেটের প্যাকেট টা অনেক আগেই খালি হয়ে গেছে,তবুও রেখে দিয়েছি যত্ন করে,
কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি।
দুঃখিত,
তোমাকে আমি এখন ই ভালোবাসি বলতে পারছি না;
তুমি বরং আগে আমার পছন্দের কোনো গন্ধ হও,প্রিয় কোনো স্পর্শ হও,হারিয়ে ফেলার ভয় হও।
লেখাঃ স্বপ্নীল চক্রবর্ত্তী
আবৃত্তি-নাজনীন নাহার তন্বী
ছবি -নাজনীন নাহার তন্বী
Editor-নাজনীন নাহার তন্বী
Edit by inshot, adudiolab
ধন্যবাদ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: