খুলনার দিঘলিয়া উপজেলাই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মান কাজ শুরু || Digholia TTC
Автор: Sujit Bachhar OFFICIAL
Загружено: 2024-05-17
Просмотров: 228
Описание:
দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মাণ কাজ শুরু, ব্যয় ২৩ কোটি টাকা
খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে ৩ একর জায়গার উপর ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ। এটি নির্মিত হলে খুলনাঞ্চলের শিক্ষার্থীরা ৪ টি ট্রেডে ভর্তি হওয়ার মাধ্যমে টেকনিকাল বিষয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। j যেটি ২০২০ সালের ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় অনুমোদন পায়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লক্ষ টাকা। দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মিত হলে পিছিয়ে পড়া এ এলাকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে। তৈরি হবে দক্ষ মানবসম্পদ।বিদেশি শ্রমবাজারে যুব সমাজের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে । jপ্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ১৩ মে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় নিজ জন্মস্থান সুগন্ধি গ্রামে নির্মাণাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেনএবং সরজমিনে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রথম ব্যাচের প্রশিক্ষনার্থিদের প্রশিক্ষন সংক্রান্ত খোজ খবর নেন।
ttc,দিঘলিয়া_টেকনিক্যাল_স্কুল_ও_কলেজের নির্মাণ কাজ শুরু,দিঘলিযা কারিগরি প্রমিক্ষন কেন্দ্র,ডঃ মসিউর রহমান,ভৈরব সেতু খুলনা,ভৈরব সেতু পুরদর্শনে মসিউর রহমান,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দিঘলিয়া,Digholia ttc,digholia technical schiil and collage,dr moshiur rahman
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: