শীতের কুয়াশামাখা ভোরে গ্রামের বাজার🌄🖼️
Автор: MR.Sunnah-Circle
Загружено: 2025-12-03
Просмотров: 1475
Описание:
কুয়াশা ভেজা শীতের সকালে বিলের তাজা পুটি মাছ মাত্র ৫০ টাকা..!!🥰🖤🐟🐟 It's Ishak Vlog #foryou_the_video #vlgo_video #national_bangnational #foryou #follow_my_page #foryou #national_bangnational #vlgo_video #foryou_the_video
❄️ গ্রামের শীতের সকাল: এক স্নিগ্ধ চিত্র
পৌষ আর মাঘ মাস মানেই গ্রাম বাংলায় এক অন্যরকম শীতের সকাল। গভীর রাতের জমাট ঠাণ্ডা তখনো কাটেনি, চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশার সাদা চাদরে। প্রকৃতি যেন নিজেকে আলস্যে মুড়িয়ে নিয়েছে। দূর দিগন্তে সূর্যের ক্ষীণ আভাস দেখা গেলেও কুয়াশার কারণে তা যেন ম্লান, ফ্যাকাশে।
শিশির ভেজা প্রকৃতি: ভোরের আলো ফোটার আগেই ঘাস, গাছের পাতা আর ধানক্ষেতের ডগায় টুপ টুপ করে শিশির বিন্দু জমে। প্রথম সূর্যকিরণ যখন সেই শিশিরের উপর এসে পড়ে, তখন তা মুক্তোদানার মতো ঝলমল করতে থাকে—এ এক অসাধারণ দৃশ্য।
খেজুর রসের ঘ্রাণ: শীতের সকালের সবচেয়ে লোভনীয় আকর্ষণ হলো খেজুরের রস। গাছিরা হাঁড়ি কাঁধে করে গাছ থেকে টাটকা রস নামিয়ে আনে। কাঁচা রসের মিষ্টি গন্ধ আর ভাঁপা পিঠা তৈরির সুবাসে গ্রামের বাতাস ভরে ওঠে। মা-চাচিরা উঠোনে উনুন জ্বালিয়ে পিঠা তৈরি করতে ব্যস্ত, আর তার চারপাশ ঘিরে বসে ছেলে-বুড়ো সবাই উপভোগ করে গরম গরম পিঠার স্বাদ।
জীবনের ছবি: তীব্র শীতে অনেকে জড়সড় হয়ে লেপের তলা ছাড়তে চায় না। তবে কৃষকদের আলস্য নেই, তারা শীত উপেক্ষা করে কুয়াশার মাঝেই লাঙল-গরু নিয়ে মাঠের দিকে রওনা হয়। অন্যদিকে, রাস্তার পাশে বা বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর দৃশ্যও খুব পরিচিত। সেই আগুনের উষ্ণতা নিতে নিতে চলে সকালের গল্প-আড্ডা।
সবমিলিয়ে, গ্রামের শীতের সকাল শান্ত, স্নিগ্ধ এবং পিঠা-পুলির মিষ্টি আমেজে ভরা এক আনন্দময় উৎসবের প্রতিচ্ছবি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: