এটি এমন এক নগরী, যাকে আল্লাহ তাআলা “শান্তির শহর” হিসেবে ঘোষণা করেছেন।
Автор: Extension House
Загружено: 2025-11-10
Просмотров: 3657
Описание:
পবিত্র মক্কা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও পবিত্র স্থান। এটি এমন এক নগরী, যাকে আল্লাহ তাআলা “শান্তির শহর” হিসেবে ঘোষণা করেছেন। কুরআনে আল্লাহ বলেন –
“আর আমি এই নগরীকে নিরাপদ করেছি।” (সূরা আন-নাহল: ১১২)
মক্কা শরীফ এমন এক স্থান যেখানে যুদ্ধ, রক্তপাত, শিকার কিংবা গাছপালা ধ্বংস করা সবই নিষিদ্ধ করা হয়েছে — যাতে শান্তি, নিরাপত্তা ও আল্লাহভীতির পরিবেশ বজায় থাকে।
এই শহরে অবস্থিত কাবা শরীফ, যা মুসলিম উম্মাহর কিবলা — পৃথিবীর সব মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এর দিকে মুখ করে ইবাদত করেন।
মক্কা শরীফে প্রবেশ করলে একজন মুমিনের হৃদয়ে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ও নিরাপত্তার অনুভূতি জাগে। এখানকার বাতাসেও যেন ইমান ও প্রশান্তির ছোঁয়া রয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: