চট্টগ্রামে এক মিনিটের বাজারচালু করলো সেনাবাহিনী। News Time
Автор: parvej
Загружено: 2020-05-13
Просмотров: 448
Описание: দুস্থদের জন্য সেনাবাহিনীর ব্যতিক্রমি এক মিনিটের ফ্রী বাজার বসালো চট্টগ্রামে, যা চলবে মাসব্যাপীকরোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারগুলোকে বিনামূল্যে চাল ও সবজি বিতরণ করতে সেনাবাহিনী পক্ষ থেকে নেয়া হয় এক ব্যতিক্রমি উদ্যোগ "এক মিনিটের ফ্রী বাজার"। এ বাজার থেকে প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার বিনামূল্যে সবজি নিতে পারবেন। প্রতিদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে এই এক মিনিটের ফ্রী বাজার।গতকাল বুধবার (১৩ মে) সকাল ১০টায় নগরীর ওয়াসা মোড়ের জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ বাজারের কার্যক্রম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। বাজার উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী ।এই বাজারের প্রথম দিনে এক হাজার দুঃস্থ পরিবারের জন্য বিনামূল্যে মাস্ক, সাবান, চাল ও মৌসুসি শাকসবজি বিতরণের ব্যবস্থা করা হয়। এই সবজিগুলো আনা হয়েছে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে। যার ফলে গ্রামীণ অর্থনীতি সচেল থাকবে বলে মনে করছেন সেনা কর্মকর্তারা।প্রথম দিনেই মাত্র ৬০ মিনিটে এক হাজারের বেশি মানুষকে চালসহ প্রয়োজনীয় বাজার থেকে পণ্য তুলে দেয়া হয়। বাজারে ঢুকার থেকে বাজার করে বের হওয়া পর্যন্ত রাখা হয়েছে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থ। বাজারে ঢোকার সময় আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে জীবাণুমুক্ত হতে হবে। এরপর প্রথম টেবিলেই রাখা মাস্ক এবং বাজারের ব্যাগ নিয়ে বাকি সব টেবিলগুলোতে সাজানো নানা ধরনের সবজি এক এক করে সারিবদ্ধ ভাবে নিতে হবে। উদ্বোধনের সময় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী বলেন, ‘এক মিনিটের বাজার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যতিক্রমী সেবাধর্মী উদ্যোগ। করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষকে বাজার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এছাড়া আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে চাল, মৌসুমি সবজি ন্যায্য মূল্যে কিনে নিচ্ছি। সেগুলো আবার এই বাজারে আমরা নিয়ে আসছি। এতে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে বলে আমরা মনে করি।’সেই সাথে ঈদ উপলক্ষ্যে নগরীতে এক মিনিটের ঈদ বাজার চালুর পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: